Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ময়নাতদন্তে ৪র্থ দিনের শেষ বল

| প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা কলম্বো (শ্রীলঙ্কা) থেকে : চতুর্থ দিনের শেষ বলটির ব্যবচ্ছেদ করতে হচ্ছে। আলোচনায় মোসাদ্দেকের ডেলিভারীতে ফরোয়ার্ড শর্ট লেগে ক্যাচ! নিশ্চিত আউট ধরে নিয়ে ড্রেসিংরুমের দিকে যাত্রা করেছেন যখন, তখন মাথা ঝুঁকে আম্পায়ার আলীম দার নিজে সন্দিহান, তাতেই রিভিউ আপীলে সাব্বিরের নেয়া ক্যাচটি নট আউটে হলো গণ্য! এবং তা নিয়ে যে নাটক মঞ্চস্থ করলেন আলীম দার, তা নিয়ে উঠল প্রশ্ন। ৪র্থ দিনের শেষ বলে ওটা ছিল ক্যাচ, তা বিশ্বাস করেন মোসাদ্দেক ‘শেষ বলে আম্পায়ারকে দেখেই আমরা রিভিউটা নেই। আম্পায়ারের প্রতিক্রিয়া দেখে আমরা আত্মবিশ্বাসী ছিলাম। এজন্য আমরা রিভিউটা নিয়েছি। উনি প্রথমে মাথা ঝাঁকানোতে, আত্মবিশ্বাসী ছিলাম। ওই সময় ভাবছি, রিভিউটা নিলে হয়তো আউটের চান্স আছে। ব্যাটসম্যান বেরিয়ে যাচ্ছিলো কিনা, সেটা খেয়াল করিনি। আম্পায়ারের প্রতিক্রিয়ার দিকেই লক্ষ্য করেছিলাম।’ তবে ডি আর এস সুবিধা নিয়ে স্নিকোমিটার না থাকায় আম্পায়ারের সিদ্ধান্ত টিকছে না বলে মনে করছেন করুনারত্নে ‘শেষ বল ভেবে সুরঙ্গা ড্রেসিংরুমের দিকে আসতে চেয়েছিল, ভেবেছিল দিনের খেলাটি শেষ হয়ে গেছে। যখন স্নিকোমিটার নেই, তখন প্রতিপক্ষের প্রতিক্রিয়া দেখে আম্পায়ারের কিইবা করার আছে? স্নিকো মিটার ছাড়া কাজটি সহজ নয়।’
২০১৫ বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে এই আম্পায়ার আলীম দারের পক্ষপাতিত্বমূলক আম্পায়ারিংয়েই কিন্তু বাংলাদেশকে হতাশ হতে হয়েছে। একবার নয়, ২ বার একই ম্যাচে বাংলাদেশকে বঞ্চিত করেছেন তিনি। ৪০তম ওভারে রুবেলের ফুলটসে রোহিত শর্মা ৯০ রানের মাথায় ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়েও গেছেন বেঁচে, তা আলীম দারের রায়ে নো বলে গণ্য হওয়ায়। টিভি রিপ্লেতে ওই ডেলিভীটি দেখার সুযোগ পর্যন্ত নেননি। আবার মোহাম্মদ সামীর বলে মাহামুদুল্লাহর ক্যাচটি বাউন্ডারি রোপ স্পর্শ করে শেখর ধাওয়ান নিয়েও তা যথার্থ ক্যাচে গণ্য হয়েছে ওই ম্যাচে।
টেস্টেও ধর্মসেনা, আলীম দার, এস রবিরা বাংলাদেশের বিপক্ষে নিয়েছে পক্ষ। সারা দিনে বাংলাদেশের ৪টি আপীলের মাত্র ১টিতে জিতেছে বাংলাদেশ গতকাল। জানেন, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ২৬টি রিভিউ আপীলের ১১টি গেছে পাল্টে, আম্পায়ারদের বিপক্ষে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বল


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ