বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নড়াইল জেলা সংবাদদাতা : নড়াইলে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ৩১ জনকে আটক করেছে। এ সময় ১৩২ পিস ইয়াবা ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা হয়েছে।
জেলা পুলিশের কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, গতকাল (বৃহস্পতিবার) ভোর রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩১ জনকে আটক করা হয়। এর মধ্যে নড়াইল সদর থানায় ১২ জন, লোহাগড়ায় ৮, কালিয়ায় ৬ জন এবং নড়াগাতি থানায় ৬ জনকে আটক করা হয়।
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, মাদকদ্রব্যসহ আটক চার মাদক ব্যবসায়ীর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা দায়ের করা হয়েছে। মাদকমুক্ত নড়াইল গড়তে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। তিনি প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।