Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাসিরের কাছে মাশরাফির হার

| প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ইমার্জিং কাপকে সামনে রেখে ৫০ ওভারের দুইটি প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে গতকাল মাঠে নামে মাশরাফি বিন মর্তুজার সবুজ দল এবং নাসির হোসেনের লাল দল। প্রথম প্রস্তুতি ম্যাচে মাশরাফির সবুজ দলকে ৪ উইকেটে হারিয়েছে নাসিরের লাল দল। ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২১১ রানে গুটিয়ে যায় মাশরাফির দল। ৫৭ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন জাকির হোসেন। এছাড়া নাঈম ৩৩, আজমীর ২৯, সালমান ২৫, মাশরাফি ১৯, রাহাতুল ১৯ রান করেন। রাজু, রনি ও মেহেদি নিয়েছেন ২টি করে উইকেট। সহজ লক্ষ্যে ব্যাটিয়ে নেমে ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে নাসিরর দল। তবে ৬২ রানের কার্যকারী ইনিংস খেলেন ওপেনার সাইফ হাসান। এরপর দলীয় অধিনায়ক নাসিরের অপরাজিত ৫১ রানের ইনিংসে জয়ের বন্দরে নোঙর করে লাল দল। খালেদ ও ইবাদত ২টি করে এবং সাইফউদ্দিন ও অনিক নিয়েছেন ১টি করে উইকেট। ৮ ওভারে ৪৫ রান দেয়া মাশরাফি থেকেছেন উইকেট শূন্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হার


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ