Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

হাইকোর্টের নির্দেশনার পর ইবির শেখ হাসিনা হল প্রভোস্টকে প্রত্যাহার

ইবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২৩, ৭:৩৪ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট প্রফেসর ড. শামসুল আলমকে প্রত্যাহার করা হয়েছে। হাইকোর্টের নির্দেশনার পর বুধবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। হলটির সিনিয়র আবাসিক শিক্ষক প্রফেসর ড. আহসানুল হককে সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেন, আমরা হাইকোর্ট থেকে যে বার্তা পেয়েছি। সেই অনুসারে ওই হলের প্রভোস্টকে প্রত্যাহার করেছি এবং হলের সিনিয়র হাউজ টিউটরকে সাময়িকভাবে হল চালানোর জন্য বলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রত্যাহার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ