Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

আরেকটি চলচ্চিত্র পরিচালনার জন্য মরিয়া রজত কাপুর

| প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

শেষ চলচ্চিত্র ‘আঁখো দেখি’ (২০১৩) একাধিক পুরস্কার আর ব্যাপক প্রশংসা লাভের পর আরেকটি চলচ্চিত্র নির্মাণের জন্য মরিয়া হয়ে উঠেছেন অভিনেতা-পরিচালক রজত কাপুর। তিনি জানিয়েছেন তার বর্তমান চিত্রনাট্যটিকে চলচ্চিত্ররূপ দেবার জন্য প্রযোজক পেতে তাকে রীতিমত হিমশিম কেতে হচ্ছে।
‘আঁখো দেখি’ নির্মাণের জন্য প্রযোজক পাচ্ছেন না এমন টুইট করার পরই চলচ্চিত্রটি নির্মাণ সম্ভব হয়েছিল। সেই সময় মনীশ মুন্দ্রা তার টুইটে সাড়া দিয়েছিলেন। ‘রঘু রোমিও’, ‘মিক্সড ডাবলস’ এবং ‘মিথ্যা’ চলচ্চিত্রগুলো পরিচালনার জন্য খ্যাত রজতের কাছে এখন তিনটি তৈরি চিত্রনাট্য আছে। তিনি জানিয়েছেন বেশ কয়েকজনের সঙ্গে তার আলোচনা হয়েছে।
তিনি বলেন, “এই বছর আমি একটি চলচ্চিত্র নির্মাণ করবোই। শপথ করে বলছি এই বছর আমি আমার পরের ফিল্মটির কাজে হাত দেবোই। ধর্না দিয়ে, ধার করে বা চুরি করে হলেও কাজ শুরু করতেই হবে। ধর্না দেয়া আর ধার করাতে কাজ হচ্ছে না তাই মনে হচ্ছে চুরিই করতে হবে। তবে আমি এই বছর কাজ করবোই,” রজত বলেন।
তিনি জানিয়েছেন জুন-জুলাইয়ের মধ্যে প্রযোজক না পেলে তিনি ক্রাউড-ফান্ডিংয়ের (বিপুল মানুষের কাছ থেকে অল্প করে তহবিল সংগ্রহ) সাহায্য নেবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাপুর

২১ সেপ্টেম্বর, ২০২০
৫ সেপ্টেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ