Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘মি. ইন্ডিয়া’তে জাহ্নবী কাপুর!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

আলি আব্বাস জাফর তার উচ্চাভিলাষী তিন পর্বের ‘মি. ইন্ডিয়া’ নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন। যেহেতু তিন পর্বে এই কাহিনীর চলচ্চিত্ররূপ হবে তাই জাফরকে ১৯৮৭ সালের ব্লকবাস্টার ফিল্মটির কাহিনীকে নতুন করে সাজাতে হচ্ছে। এই ট্রিলজি নিয়ে দর্শকদের বিপুল আগ্রহ ঠিক সমান কৌতূহলও। তাদের প্রথম জিজ্ঞাসা হল শ্রীদেবী রূপায়িত চরিত্রটি কে করবে। শেখর কাপুর পরিচালিত ক্লাসিকটিরই পুনর্র্নিমাণ হবে কীনা সেটা হল প্রাথমিক জিজ্ঞাসা। জাফর এক সাক্ষাতকারে জানিয়েছেন তার নির্মিতব্য চলচ্চিত্রটির সঙ্গে অনিল কাপুর অভিনীত চলচ্চিত্রটির কোনও সম্পর্ক নেই, বরং এটি হবে বড় বাজেটের একটি সায়েন্স ফিকশন ফিল্ম। তিনি বলেছেন, “আমরা ‘অ্যাভেঞ্জার্স’-এর মত চরিত্র তৈরি করব, এই ‘মি. ইন্ডিয়া’ হবে আন্তর্জাতিক মানের।” আসন্ন চলচ্চিত্রটি প্রযোজনা করবেন বনি কাপুর। এতে অনেকে ধারণা করে নিয়েছে তার সন্তানরা এই ফিল্মের অংশ হবে। পরিচালক জাফর জানিয়েছেন ফিল্মটিতে কারা অভিনয় করবে তার সিদ্ধান্ত নেয়া হয়নি, তবে তিনি জাহ্নবী কাপুরকে নেয়ার সম্ভাবনা বিষয়ে বলেছেন। আলি আব্বাস জাফর একটি সংবাদ পোর্টালের সঙ্গে আলাপ করার সময় জানিয়েছেন জাহ্নবী কাপুরকে তার মা শ্রীদেবী রূপায়িত চরিত্রে নেয়ার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে। জাফর বলেছেন, “এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে এমনটা ঘটলে বনি কাপুর আসলেই খুশি হবেন।” নির্মাতারা জানিয়েছে সিরিজটি খুব স্পেশাল ইফেক্টস নির্ভর হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাহ্নবী-কাপুর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ