Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বেবি ডল’খ্যাত কণিকা কাপুরের গানে ঠোঁট মেলাবেন সানি লিয়ন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২১, ১২:০১ এএম

কণিকা কাপুর এবং সানি লিয়ন আগেও বেশ কয়েকবার নৃত্যদৃশ্যে সফলভাবে একসঙ্গে কাজ করে অতুলনীয় অভিনয়শিল্পী-গায়িকা জুটি হিসেবে নিজেদের অবস্থান প্রমাণ করেছেন। আরেকবার তারা এক হচ্ছেন। এই গানটির বিশেষত্ব হল এতে সারেগামার লেবেলে ইনস্টাগ্রামের #রিলিফেমাস প্রতিযোগিতায় বিজয়ী অরিন্দম চক্রবর্তীও এই গানে কণ্ঠ দিয়েছেন। প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ শিবিকা প্রতাপ সিং এই গানে সানি লিয়নের পাশাপাশি নাচবেন। কোরিওগ্রাফি করবেন গণেশ আচার্য। গণেশ এর আগে সানির ‘ট্রিপি ট্রিপি’ নৃত্যদৃশ্যের কোরিওগ্রাফি করেছিলেন। অভিনেত্রী নতুন এই গানের বিষয়ে বলেছেন, “ কণিকা ও গণেশের সঙ্গে দল বেঁধে আমি রোমাঞ্চিত এবং আমি পুরোপুরি এই অভিজ্ঞতা উপভোগ করছি। কণিকা আর আমি আগে অনেকগুলো আলোড়নসৃষ্টিকারী গানে একসঙ্গে কাজ করেছি, গণেশ মাস্টার আমার অনেক নাচের কোরিওগ্রাফি করেছেন। তবে এই গানটির আমার কাছে বিশেষ অবস্থান রয়েছে। গানটি এরই মধ্যে বেশ সাড়া জাগিয়েছে।” বিশাল সেটে সানিকে এই গানে ভারতীয় পোশাকে দেখা যাবে। গানটির সুর দিয়েছেন তোশি এবং শারিব সাবরি। গানটি অচিরেই জনপ্রিয় সামাজিক মাধ্যম চ্যানেল এবং মিউজিক অ্যাপে মুক্তি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কণিকা কাপুর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ