Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্য আর পুষ্টি নিয়ে বানি কাপুরের আগ্রহ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২১, ১২:০১ এএম

বলিউডের অভিনেত্রী বানি কাপুর জানিয়েছেন তিনি স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে তার নিজের এক জগত গড়ে তুলতে আগ্রহী। “বলিউডে অভিষেকের অনেক আগেই হোলিস্টিক জীবনধারা আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল। আমি সবসময় স্বাস্থ্যকর জীবনধারায় আগ্রহী ছিলাম আর ভাল খাদ্যগ্রহণ ছিল আমার সর্বোচ্চ অগ্রাধিকার। আসন্ন বছরগুলোতে স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে আমি আমার নিজের কিছু গড়ে তুলতে চাই। আমি এই বিষয় নিয়ে অনেক বছর ধরে গবেষণা করে চলেছি,” বানি বলেন। “দেশের মানুষের জন্য স্বাস্থ্য নিয়ে সচেতনতা কতটা জরুরি আমি তা সক্রিয়ভাবে তুলে ধরতে চাই। আমাদের সবার জন্য সবসময় সুস্বাস্থ্য সবচেয়ে অগ্রাধিকার পাওয়া উচিত। সঠিক খাবার আর উপযুক্ত জীবনধারা বজায় রাখার জন্য খুব বেশি কিছু করতে হয় না,” তিনি বলেন। “এই ক্ষেত্র নিয়ে আমার অনেক আকর্ষণীয় আইডিয়া আছে, তবে এখনই সেসব প্রকাশ করা যাবে না। এই মুহূর্তে আমি প্রতিটি দিন আমাকে প্রস্তুত করার চেষ্টায় আছি, এতে আমি সবার সামনে স্বাস্থ্য-পুষ্টি ক্ষেত্রে নিজেকে আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করতে পারব,” বানি বলেন। “আমার দৃষ্টিভঙ্গি যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয় সেজন্য আমি অনেকের সঙ্গে কথা বলব,” তিনি আরও বলেন। বানির অভিনয়ে ‘বেলবটম’, ‘শামসেরা’ এবং ‘চন্ডীগড় কারে আশিকি’ ফিল্মগুলো মুক্তির প্রতীক্ষায় আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বানি-কাপুর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ