Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘লাশ উদ্ধারে’র ৫ দিন পর থানায় হাজির অভিনেত্রী!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২২, ৯:০৭ এএম

ছেলের হাতে খুন হয়েছেন বর্ষীয়ান হিন্দি টেলিভিশন অভিনেত্রী বীনা কাপুর। ১২ কোটির একটি সম্পত্তি নিয়ে ঝামেলার জন্য বেসবল ব্যাট দিয়ে অভিনেত্রীকে পিটিয়ে হত্যা করা হয়েছে এমন খবর গেল ১০ ডিসেম্বর ভারতীয় গণমাধ্যমগুলো প্রকাশ করে। তবে অবশেষে জানা গেল অভিনেত্রী মোটেও মারা যাননি। তিনি সুস্থ স্বাভাবিক অবস্থায় ছেলের হাত ধরে পুলিশ স্টেশনে আসলেন এবং লিখিত অভিযোগ দায়ের করলেন।

‘লাশ উদ্ধারে’র ৫ দিন পর থানায় হাজির হয়ে অভিনেত্রী বীণা কাপুর পুলিশকে বললেন, ‘আমার ছেলে আমাকে খুন করেনি, আমি বেঁচে আছি। যেই সংবাদ ছড়িয়েছে তা ভুল।’

তিনি আরো জানান, নিজের সন্তানের তাকে পিটিয়ে খুন করেছে এই খবর শোনার পর থেকে তিনি ভেঙে পড়েছিলেন। এখন নিজেকে কিছুটা সামলে নিলেও তিনি মেনে নিতে পারছেন না যে, এমন গুঞ্জন কেউ কিভাবে কারোর নামের রটাতে পারে।

জানা গেছে মূলত, যার লাশ উদ্ধার করা হয়েছে, তার নামও বীণা কাপুর এবং তার বাড়িও জুহুতে। দুজনের একই নাম হওয়ায় এ বিভ্রান্তি হয়। এই গুজব যারা ছড়িয়েছেন, তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এই বর্ষীয়ান হিন্দি টেলিভিশন অভিনেত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বীনা কাপুর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ