Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যাত্রী সেবার মান বাড়াতে বেনাপোল-যশোর-খুলনা রুটে চালু হচ্ছে চেয়ার কোচ ট্রেন

| প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বেনাপোল অফিস : যাত্রী সেবার মান বাড়াতে এবার বেনাপোল-যশোর-খুলনা রুটে চলাচলকারী ইন্টারসিটি ট্রেনের ন্যায় চালু হতে যাচ্ছে চেয়ার কোচ ট্রেন।
সেখানে থাকছে যাত্রীদের বসার জন্য চেয়ার এবং ফ্যানের ব্যবস্থা। বর্তমানে যে কমিউটার ট্রেনটি চলাচল করছে সেটি লোকাল এবং যাত্রী সেবার মান অত্যন্ত নিম্ন হওয়ায় রেলওয়ে কর্তৃপক্ষ এই কোচ চালুর সিদ্ধান্ত নিয়েছেন। আগামী মাসেই ট্রেনটি চালু হচ্ছে। ইতিমধ্যে ভাড়াও নির্ধারণ করা হয়েছে বেনাপোল থেকে যশোর পর্যন্ত জন প্রতি ভাড়া ৩৫ টাকা এবং বেনাপোল থেকে খুলনা পর্যন্ত জন প্রতি ভাড়া ৬৫ টাকা। প্রতিদিন বেনাপোল থেকে সকাল নয়টায় খুলনার উদ্দেশে একটি ও বিকেল সাড়ে তিনটায় আর একটি ট্রেন ছেড়ে যাবে। মাত্র ৩৫ টাকায় নিরাপদ ও দ্রুততম সময়ে কম খরচে যশোর ও খুলনায় যাওয়া যায় বলে বাসের চেয়ে ট্রেনের যাত্রী সংখ্যা বাড়ছে দিন দিন। অন্যদিকে বাসে যশোর যেতে মাথা পিছু খরচ হয় ৫০ টাকা।
বেনাপোল রেল স্টেশন মাস্টার আজিজুর রহমান জানান, বেনাপোল-খুলনা রুটে চেয়ার কোচ ট্রেন চালুর প্রস্তুতি চলছে। খুব শীঘ্রই এটি চালু হবে। এটি চালু হলে যাত্রী সেবার মান বাড়বে এবং যাত্রী সংখ্যাও বৃদ্ধি পাবে নিশ্চিত। ইতিমধ্যে গত সপ্তাহে রেলের পশ্চিমাঞ্চলীয় জোনের জিএম বেনাপোল রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যাত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ