পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
একই রুটের দু’টি যাত্রীবাহী বাস পাল্লা দিয়ে চালাতে গিয়ে একটি উল্টে যায়। এতে ওই বাসের অন্ততঃ ১৫ জন যাত্রী আহত হন। গতকাল শুμবার রাজধানীর বিমানবন্দর সড়কের শেওড়া এলাকায় এ ঘটনা ঘটে।
খিলক্ষেত থানার ওসি গত রাতে ইনকিলাবকে বলেন, সকাল ৮টার দিকে আব্দুল্লাহপুর থেকে আজিমপুরগামী ভিআইপি-২৭ পরিবহনের দুটি বাস শেওড়া রেলগেট এলাকায় পৌঁছানোর পর থেকে কার আগে কে যাবে এ নিয়ে বেপরোয়া হয়ে ওঠে। দু’টি বাস গতি বাড়িয়ে আগে যাবার জন্য রেষারেষি করে চালাতে থাকে। কেউ কাউকে সাইড না দেয়ায় এক সময় একটি বাস সম্পূর্ণ উল্টে যায়। এতে ওই বাসে থাকা যাত্রীদের মধ্যে কমবেশি সবাই আহত হন। যাত্রীদের অনেকেই আশপাশের বিভিনড়ব হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া কয়েকজনকে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আহতদের অবস্থা গুরুতর নয়। পুলিশ উল্টে যাওয়া বাসটি জব্দ করেছে। তবে এর চালক ও সহকারি ঘটনার পরই পালিয়ে গেছে। অপর বাসের চালককেও গ্রেফতারের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।