Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে নারী কনস্টেবলকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার এক

| প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে এক নারী কনস্টেবলকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকালে বানৌজা ঈসা খাঁ ঘাঁটিতে কর্মরত অবস্থায় ওই নারী কনস্টেবলকে ধর্ষণের চেষ্টাকালে মোহাম্মদ নাঈম উদ্দিন (১৮) নামে ওই তরুণকে ধরে পুলিশে দেয় নৌবাহিনীর কর্মীরা। গতকাল (সোমবার) ওই যুবককে আদালতের মাধ্যমে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। নাঈমের বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার নারায়নপুরে। তার বাবার নাম মুনীর আলম।
ইপিজেড থানার ওসি আবুল বাশার বলেন, ওই নারী কনস্টেবল রোববার নৌবাহিনীর ঘাঁটিতে দায়িত্বরত ছিলেন। তিনি বিকালে ঘাঁটির ভেতরে ডকইয়ার্ড ক্যান্টিনের টয়লেট থেকে বের হবার সময় নাঈম ধর্ষণের চেষ্টা করেন। ওই নারী কনস্টেবলের চিৎকারে নৌবাহিনীর লোকজন নাঈমকে ধরে পুলিশে সোপর্দ করে। নাঈম নৌবাহিনীর ডকইয়ার্ডের ক্যান্টিনে মেস বয় (বেসরকারী) হিসেবে কাজ করতেন।
ওসি আবুল বাশার জানান, ওই নারী কনস্টেবল বাদী হয়ে ইপিজেড থানায় একটি মামলা করেছেন। উল্লেখ্য, রোববার নৌবাহিনীর দুটি সাবমেরিনের উদ্বোধনী অনুষ্ঠানে বানৌজা ঈসা খাঁ ঘাঁটিতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই কর্মসূচির দায়িত্ব পালনের জন্য ঘাঁটিতে গিয়েছিলেন নগরীর দামপাড়া পুলিশ লাইনের ওই নারী কনস্টেবল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম

৩০ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ