Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছুটছে বায়ার্ন

| প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : বরাবরের মতো এবারো বুন্দেসলিগায় চলছে এক ঘোড়ার দৌড়। অনুমিতভাবেই সেই দলটি বায়ার্ন মিউনিখ। জার্মান লিগে পরিষ্কার ১০ পয়েন্টের ব্যবধানে এগিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা। পরশু রাতে দুই দলই নিজ নিজ খেলায় জয় লাভ করে। ঘরের মাঠে ফ্রাঙ্কফুর্টকে ৩-০ গোলে হারায় বায়ার্ন। জোড়া গোল করেন রবার্ট লেভান্দোভস্কি বাকিটা ডগøাস কস্তার। বায়ার্নের হয়ে ১৩৬তম ম্যাচে এসে গোলের সেঞ্চুরি পূর্ণ করেন পোলিশ স্ট্রাইকার লেভা। লিগে হঠাৎ করেই পথ হারিয়েছে দীর্ঘদিন শীর্ষস্থান দখলে রাখা ‘রেড বুলস’ খ্যাত লিপজিং। এদিন তারা ঘরের মাঠে ভল্ফসবার্গের কাছে হেরে বসে ১-০ গোলে।
ওদিকে লিগ ওয়ানে বুধবার চ্যম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে নামার মহড়া দিয়ে রেখেছে মোনাকো। ঘরের মাঠে বোর্দোকে তারা হারায় ২-১ গোলে। গেল কয়েক মৌসুমের একক আধিপত্যে মরচে ধরেছে পিএসজির। তাদেরকে তিনে ঠেলে ২৯ রাউন্ড শেষে পরিষ্কার ৫ পয়েন্টে এগিয়ে মোনাকো। পিএসজি অবশ্য এক ম্যাচ কম খেলে মোনাকোর (৬৮) চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে। ৬৩ পয়ন্ট নিয়ে দুইয়ে মারিও বালেতেল্লির নিস।
৩০০-তে আর্সেনালের ২০০
স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে বিধ্বস্ত হওয়ার জ্বালাটা দুর্বল লিঙ্কন সিটির উপর ঝাড়ল আর্সেনাল। সেই সাথে আরেক ধাপ এগিয়ে গেলো ১৩তম লিগ কাপ শিরোপার দিকে। নিজেদের চেয়ে ৮৮ ধাপ পিছিয়ে থাকা লিঙ্কনকে ৫-০ গোলে উড়িয়ে এফএ কাপের সেমিফাইনালে উঠেছে আর্সেন ওয়েঙ্গারের দল। এমিরেটস স্টেডিয়ামে এটি ছিল আর্সেনালের ৩০০তম ম্যাচ। তা থেকে গানারদের জয় ঠিক ২০০টি। এ নিয়ে শেষ চার মৌসুমে তৃতীয়বারের মতো শেষ আসরের সেমিফাইনালে পৌঁছালো দলটি। আগের ম্যাচে মিডিলসব্রæকে ২-০ গোলে হরিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটিও। দুই অর্ধে গোল দুটি করেন ডেভিড সিলভা ও সার্জিও আগুয়েরো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বায়ার্ন

২৫ এপ্রিল, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ