Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বায়ার্নের ওপর এত ক্ষোভ লেভার!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২২, ১২:০১ এএম

বায়ার্ন মিউনিখে তিনি ভালোই করছিলেন। কিন্তু হঠাৎই মিউনিখ ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমাতে মরিয়া হয়ে ওঠেন রবার্ট লেভান্দোভস্কি। পোলিশ স্ট্রাইকার বার্সায় নাম লেখানোর জন্য এতটাই ‘গো’ ধরেছিলেন যে বায়ার্ন তাঁকে ‘ছাড়ব না, ছাড়ব না’ বলেও ছেড়ে দিতে বাধ্য হয়। লেভান্দোভস্কি বার্সেলোনায় নাম লেখানোর পর অনেকেই বলেছেন, তিনি আসলে এই ৩৩ বছর বয়সে একাদশে জায়গা করে নিতে কারও সঙ্গে লড়াই করতে চান না। এই গ্রীষ্মের দলবদলের আগে গুঞ্জন শোনা যাচ্ছিল, বায়ার্ন বরুসিয়া ডর্টমুন্ড থেকে আর্লিং হলান্ডকে দলে ভেড়াতে চায়। এ কারণেই বায়ার্ন ছাড়তে লেভা মরিয়া হয়ে উঠেছিলেন বলে মনে করছেন অনেকে।
এসব নিয়ে এত দিন মুখ খোলেননি লেভান্দোভস্কি। অবশেষে তিনি সমালোচকদের জবাব দিলেন। একই সঙ্গে তার দলবদল নিয়ে বায়ার্নের টালবাহানা নিয়ে জার্মানির ক্লাবটিকে ধুয়ে দিয়েছেন। তার ইচ্ছার বিরুদ্ধে তাঁকে ধরে রাখতে চাওয়ায় লেভা খুবই বিরক্ত হয়েছিলেন বলেও বোঝা গেল! লেভান্দোভস্কি প্রথমেই কথা বলেছেন হলান্ডের বিষয় নিয়ে। একাদশে জায়গা হারানোর ভয়ে যে তিনি বায়ার্ন ছাড়েননি, সেটা বোঝাতে গিয়ে লেভা বলেন, ‘আমার বায়ার্ন ছাড়ার পেছনে আর্লিংয়ের কোনো ভূমিকা নেই।’ এখানেই থামেননি লেভা, তিনি বলে চলেন, ‘নিজের জন্য ভালো না হোক, আমার কাছে সত্যিটাই বেশি গুরুত্বপূর্ণ। আসলে কী ঘটেছে, তা নিয়ে আমি কথা বলতে চাই না। তবে প্রশ্নটা যদি এমন হয় যে আমি তার কারণেই চলে এসেছি কি না, এর উত্তরে আমি বলব, না। সে বায়ার্নে যোগ দিলেও আমার কোনো সমস্যা হতো না।’
হলান্ড সম্পর্কে ওঠা কথা নিয়ে এটুকু বলার পরই বায়ার্নকে ধুয়ে দেন লেভা। তার কথা, ‘একটা বিষয় হলো, কিছু লোক আমাকে সত্যি কথা বলেনি। আমার কাছে সব সময়ই পরিষ্কার থাকাটা গুরুত্বপূর্ণ। কিছু মানুষই ছিল আমার সমস্যা। আমার কাছে হয়তো মনে হয়েছে, এটাই বায়ার্ন থেকে চলে যাওয়া এবং বার্সেলোনায় যোগ দেওয়ার জন্য ভালো সময়।’ তাহলে কি কোনো সতীর্থের সঙ্গে সমস্যা ছিল লেভান্দোভস্কির? লেভা তেমন কিছু বললেন না, ‘সতীর্থ, স্টাফ আর কোচের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো ছিল। আমি তাদের মিস করব। আমি সেখানে খুব ভালো সময় কাটিয়েছি। কিন্তু এখন এ অধ্যায়টা শেষ এবং আমি আমার জীবনে নতুন একটি অধ্যায় শুরু করেছি।’
২০১৪ সালে বরুসিয়া থেকে বায়ার্নে নাম লেখান লেভা। এরপর কেটে গেছে আট বছর। সেখানে যদি সুখেই সময় কাটাচ্ছিলেন, তাহলে হঠাৎ চলে আসার কারণটা আসলে কী? সেটা নিয়ে কিছু না বললেও চলে আসার আগে বায়ার্ন তার সঙ্গে যে আচরণ করেছে, তা নিয়ে একটু যেন বিরক্ত লেভান্দোভস্কি। বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘আমি বায়ার্ন ছাড়ার গত কয়েক সপ্তাহে যা হয়েছে, এটা হয়তো রাজনীতির অংশ। তারা আমাকে বিক্রি করার জন্য যুক্তি খুঁজে বের করতে চেয়েছে। আমাকে এটা সইতেও হয়েছে। যদিও এটা ছিল একটা ফালতু ব্যাপার।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বায়ার্নের ওপর এত ক্ষোভ লেভার!
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ