Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিযোগিতার মাধ্যমে আমাদের সংগীতকে এগিয়ে নিয়ে যেতে হবে-তিশমা

| প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : জনপ্রিয় পপগায়িকা তিশমা সম্প্রতি অনলাইনে একাধিক গান প্রকাশ করেছেন। গানগুলোর সুর ও সংগীত পরিচালনা করেছেন তিনি নিজেই। বলা যায়, দীর্ঘ দিন পর তিশমা সঙ্গীত জগতে ফিরলেন। তিশমার গানের ঢং ও স্বাদ আলাদা। ফলে তার গান সহজে শ্রোতারা লুফে নেয়। তবে গান প্রযুক্তি নির্ভর হয়ে যাওয়া নিয়ে তার আপত্তি রয়েছে। তিনি বলেন, এখন গান প্রযুক্তিনির্ভর হয়ে গেছে। তাই শিল্পীরাও সংগীতচর্চা করছেন না। আমার সমসাময়িক অনেকে এরই মধ্যে সংগীত ভুবন থেকে ছিটকে গেছেন। কোনো শিল্পী গান সাধনা না করে প্রযুক্তি দিয়ে টিকে থাকতে চাইলে সেটি কখনো সম্ভব না। তার সংগীত পরিকল্পনা নিয়ে বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলা গানকে পৌঁছাতে চাই। এ জন্য আমি নিয়মিত সময়োপযোগী গান করছি। সংগীতের ওপর পড়াশোনা করছি। সংগীতের ওপর জ্ঞান ও দক্ষতা না থাকলে বিশ্বসংগীতের সঙ্গে কখনো প্রতিযোগিতা সম্ভব নয়। প্রতিযোগিতার মধ্য দিয়ে আমাদের সংগীতকে এগিয়ে নিয়ে যেতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিযোগিতা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ