Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

দেশব্যাপি শুরু হচ্ছে ম্যারিকো বাংলাদেশ-এর বিজনেস কেইস প্রতিযোগিতা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২২, ৫:৫৫ পিএম

দেশের অন্যতম শীর্ষস্থানীয় এফএমসিজি প্রতিষ্ঠান ম্যারিকো বাংলাদেশ লিমিটেড তাদের ফ্ল্যাপশিপ উদ্যোক্তা ও উদ্ভাবনী পণ্য-ভিত্তিক ক্যাম্পাস প্রতিযোগিতা ‘ওভার দ্য ওয়াল’ দেশব্যাপি শুরু করতে যাচ্ছে। তরুণ প্রজন্মের উদ্যোক্তা ও ব্যবসায়িক মনোভাব এবং নেতৃত্ব প্রদানের সক্ষমতাকে ফুটিয়ে তুলতে ও উৎসাহিত করতেই মূলত ম্যারিকো’র এই আয়োজন। মঙ্গলবার (৩০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

মোট তিনটি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রতিযোগীদের মূল্যায়ন করা হবে; উদ্ভাবন, বৈচিত্র্যকরণ এবং স্কেলিং-আপ। তারা এর মধ্য থেকে যেকোন একটিতে দক্ষতা অর্জনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিকাশে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচনের সুযোগ পাবে। যথাযথ বিশ্লেষণের পর প্রতিযোগীরা তাদের প্রজেক্ট প্রস্তুত করে সিনিয়র লিডারদের সামনে উপস্থাপন করবে।

 

ধারাবাহিকভাবে উদ্ভাবন ও দক্ষতা কাজে লাগিয়ে প্রতিযোগীদের প্রতিটি রাউন্ড অতিক্রম করতে হবে এবং ফাইনাল রাউন্ডে তারা ম্যারিকো বাংলাদেশ-এর লিডারশীপ দলের সামনে আইডিয়া উপস্থাপনের সুযোগ পাবে। বিজয়ী দলকে বিদেশে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে এবং নির্বাচিত সেরা প্রজেক্টটি ম্যারিকো বাংলাদেশ-এর পক্ষ থেকে সীড ফান্ডিংয়ের সুযোগ পেতে পারে।

 

যেকোনো বিশ্ববিদ্যালয়ের তৃতীয়-চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা আগামী ১০ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত এই প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশন করতে ভিজিট: https://overthewall.maricocareers.com/

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ