Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানববন্ধন কর্মসূচিতে আবুল মকসুদ বুড়িগঙ্গা বাঁচাতে বাজেট বৃদ্ধি করুন

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঢাকার প্রাণ বুড়িগঙ্গা নদীকে রক্ষার দাবি করে কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেছেন, বুড়িগঙ্গা মৃতপ্রায়। নদীটির এই র্দুদশা একদিনে হয়নি। এ জন্য সরকার ও বিরোধী দল দায়ী। বাংলাদেশ ও জাতির অস্তিত্বকে বাঁচাতে হলে নদী বাঁচাতে হবে। দেশের অর্থনীতি, সামাজিক ও সাংস্কৃতিক প্রয়োজনেই বুড়িগঙ্গাসহ দেশের নদীগুলোকে বাঁচাতে হবে। গতকাল রাজধানীর সদরঘাটে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন, বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের মানববন্ধন কর্মসূচিতে তিনি এ সব কথা বলেন। মানববন্ধনে পরিবেশ বাঁচাও আন্দোলন, ঢাকা যুব ফাউন্ডেশন, বেগমবাজার-মৌলভীবাজার বণিক সমিতি, বংশাল এলাকাবাসী, ওল্ড ঢাকা ক্লাব, বাঙ্গাল আবু সাঈদ স্মৃতি সংসদ, বোধ ফাউন্ডেশনসহ পুরান ঢাকার বিভিন্ন সংগঠন ও এলাকাবাসী অংশ নেয়।
নদী রক্ষায় সবার আগে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আবুল মকসুদ বলেন, আগামী বাজেটে অন্যান্য খাতে বাজেট বরাদ্দ কম রেখে নদীগুলোর যৌবন ফিরিয়ে আনতে আরও বেশি বরাদ্দ রাখতে হবে। নদী দূষণ ও দখলমুক্ত রাখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. বজলুল হক বলেন, বুড়িগঙ্গা দূষণ ও দখল করে আমরা আমাদের অস্তিত্ব হরণ করছি। আমাদের অস্তিত্ব রক্ষা করতে সকলে মিলে নদীগুলোকে রক্ষা করতে হবে। এ জন্য সরকারকে শক্ত হাতে আইনের প্রয়োগ করতে হবে। তিনি আরো বলেন, ২০ বছর ধরে বিভিন্ন সভা-সেমিনার মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্দোলন করে জনগণের পাশাপাশি সরকারকে নদী দূষণ ও দখলের কথা জানাচ্ছি। কিন্তু এ পর্যন্ত কোনো সরকারই তা আমলে নেয়নি। এভাবে চলতে থাকলে আগামী ২০০ বছরেও বুড়িগঙ্গাসহ নদীগুলো দূষণ ও দখলমুক্ত হবে না। মৃত বুড়িগঙ্গাকে বাঁচাতে হলে বর্তমান সরকারকে দায়িত্ব পালন করতে হবে। এ জন্য সরকারকে আরও কঠোর হতে হবে বলেও মনে করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ