Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছারছীনা হক্কানি আলেম তৈরির দরবার -পীর সাহেব ছারছীনা

| প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা : আমীরে হিযবুল্লাহ ও ছারছীনা দরবার শরীফের পীর সাহেব শাহ সুফী আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ মোহেব্বুল্লাহ বলেছেন, ছারছীনা দরবার হক্কানী আলেম তৈরীর দরবার, হক্কানী আলেম তৈরীর উদ্দ্যেশ্যেই দ্বীনিয়া মাদরাসা প্রতিষ্ঠা করা হয়। যতদিন আল্লাহ বলার মত মানুষ থাকবে ততদিন কেয়ামত হবে না। কিয়ামতের আলামত এর ব্যাপারে রাসূল (সাঃ) এরশাদ করেন, ইলম উঠে যাবে আর আল্লাহ তায়ালা এলেম কাহারো থেকে নিয়ে নিবেন না বরং হক্কানী আলেম গুলোকে দুনিয়া থেকে উঠিয়ে নিবেন। আর হক্কানী আলেম তৈরী বন্ধ হলে কিয়ামত ও তাড়াতাড়ি হয়ে যাবে। আলেম যারা তারা আর সাধারণ মানুষ সমান নয়। কেননা আল্লাহ তায়ালা কোরআন শরীফে এরশাদ করেন, যে আমার বান্দাদের মধ্যে যারা আলেম তারাই আমাকে বেশি ভয় করে। পীর সাহেব কেবলা আরো বলেন, হক্কানী আলেম বানাতে পারলে দুনিয়া ও আখেরাত উভয় জাহানে কাজে লাগবে। বিশেষ করে হক্কানী আলেমেরা সুপারিশ করে জাহান্নামী মানুষকে জান্নাতে নিতে পারবে। কেননা রাসূল (সাঃ) এরশাদ করেন, কিয়ামতের দিন নবী আলেম ও শুহাদায়ে কেরামগণ সুপারিশ করতে পারবে। তাই দ্বীনিয়া মাদরাসায় হক্কানী আলেম বানানোর জন্য আপনাদের ছেলেদের ভর্তি করাবেন ও দ্বীনিয়া মাদরাসার সার্বিক সহযোগিতা করবেন। ইসলামী ফাউন্ডেশনের মোফাচ্ছির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারীর সভাপতিত্বে ও মাদরাসার পরিচালক মাওলানা মো. আবুল কালাম আজাদের পরিচালনায় এসময় পীর সাহেব কেবলার সফর সঙ্গী ও দেশ বরেণ্য ওয়ামায়ে কেরামগন বয়ান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছারছীনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ