পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নূপুর শর্মা এবং নবীন কুমার জিন্দালকে অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ছারছীনা শরীফের পীর সাহেব। বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমির ছারছীনা শরীফের পীর সাাহেব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তদীয় পূতঃ-পবিত্র স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা (রা.)-কে নিয়ে অবমাননাকর ও কুরুচিপূর্ণ বক্তব্যের বিষয়ে তিনি এমন আহ্বান জানান।
সম্প্রতি ভারতের রাষ্ট্রীয় টেলিভিশনের একটি টকশো ও টুইটারে নূপুর শর্মা এবং নবীন কুমার জিন্দাল ইসলামের মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর চরিত্র এবং মহানবীর প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা (রা.)-কে নিয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করে। যা বিশ্বের ২০০ কোটি মুসলমানের অন্তরে রক্তক্ষরণ করেছে। মুসলমানরা তাদের নবীর প্রতি ও নবীর স্ত্রী মুমিনদের মাতার প্রতি এমন অপমান কখনো সহ্য করতে পারে না। কেননা নবীজী (সা.) ও আহলে বাইতের সম্মান করা মুসলমানদের ঈমানের অঙ্গ। সুতরাং ঈমানদার মাত্রই এর প্রতিবাদ জানাবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করবে এটাই স্বাভাবিক।
হযরত পীর সাহেব তার ভক্ত, মুরিদ ও আপামর মুসলিম জনতাকে লক্ষ্য করে বলেন, আমরা নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণভাবে প্রতিবাদে বিশ্বাসী। তাই আমরা প্রতিবাদ জানাচ্ছি। এমন উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে ভারত সরকারকে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে দাবি জানাচ্ছি। আশা করি ভারত সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা ভারতের ধর্ম নিরপেক্ষ ও অসাম্প্রদায়িক মর্যাদা রক্ষায় এগিয়ে আসবেন। -প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।