নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : প্রথম দিন থেকেই ছিলেন লিডার বোর্ডের শীর্ষে। স্থানচ্যুতি ঘটেনি টুর্নামেন্টের শেষ দিনেও। গতকাল চতুর্থ ও শেষ রাউন্ডে পারের চেয়ে দুই শট কম খেলে বিটিআই ওপেনের শিরোপা জিতেছেন উদায়ন মানি। চার রাউন্ড মিলে মোট ১২ শট কম (২৭৬ শট) খেলেছেন ভারতের এই তারকা গলফার। পারের চেয়ে ৮ শট কম খেলে যৌথভাবে রানার্সআপ হয়েছেন কলিন যোশি, আমান রাজ ও হরেন্দ্র গুপ্ত। বিকেলে উদায়ন মানির হাতে ৭ লাখ ২০ হাজার টাকার চেক ও ট্রফি তুলে দেয়া হয়।
বাংলাদেশ প্রফেশনাল গলফারস অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) আয়োজনে কুর্মিটোলা গলফ কোর্সে অনুষ্ঠিত পিজিআই (প্রফেশনাল গলফ ট্যুর অব ইন্ডিয়া) ট্যুরের এই টুর্নামেন্টে পারের চেয়ে ৭ শট করে কম খেলে যৌথভাবে পঞ্চম হয়েছেন ভারতের দুই গলফার অজিতেশ সান্ধু ও শামীম খান। ৫ শট কম খেলে যৌথভাবে সপ্তম হয়েছেন ওয়াসিম খান ও গৌরব প্রতাব। নবম স্থানে রয়েছেন বাংলাদেশের গলফার মোহাম্মদ নাজিম। পারের চেয়ে মোট ৪ শট কম খেলে এই অবস্থানে রয়েছেন সুজান সিং, রশিদ খান ও বাজাজ। তবে শেষ দিনে কিছুটা জ্বলে উঠেছিলেন বাংলাদেশের দুই গলফার জামাল হোসেন মোল্লা ও নুর জামাল। দুজনই শেষ রাউন্ডে পারের চেয়ে ৫ শট কম খেলেছেন। উভয়ই ৩০তম স্থান থেকে ১৩তম অবস্থানে টুর্নামেন্ট শেষ করেছেন। সব মিলে তারা পারের চেয়ে ৩ শট কম খেলেছেন। ১৩তম স্থানে রয়েছেন বাংলাদেশের আরেক তারকা গলফার সাখাওয়াত হোসেন সোহেল। পারের চেয়ে ৩ শট বেশি খেলে সেরা অ্যামেচার গলফারের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের মোহাম্মদ রাসেল।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল এ কে এম আবদুল্লাহিল বাকী। আরো উপস্থিত ছিলেন বিপিজিএর প্রেসিডেন্ট আসিফ ইব্রাহিম, সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম (অব.), পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বিটিআইর চেয়ারম্যান আরশি হায়দার, পিজিটিআইর প্রধান নির্বাহী উত্তম সিং মান্ডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।