Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ভিত্তিহীন ও বেদনাদায়ক’ বললেন ভার্ডি

| প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : লেস্টারের কোচের পদ থেকে ক্লাদিও রেনিয়েরির বহিষ্কারের পর থেকে ইংলিশ গণমাধ্যমগুলোতে এ নিয়ে আলোচনা-সমালোচনা কম হল না। অনেক ফুটবল বোদ্ধাই বিভিন্ন সামাজিক মাধ্যমে এ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। হোসে মরিনহো তো বলেই দিয়েছেন, ‘লেস্টারের উচিত রেনিয়েরির নামে তাদের স্টেডিয়ামের নামকরণ করা’। তবে রূপকথার জন্ম দিয়ে ফক্সদের লিগ শিরোপা উপহার দেয়ার মাত্র নয় মাসের মাথায় ক্লাব কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের পিছনে ছিল নাকি দলের খেলোয়াড়দের সাথে রেনিয়েরির বনিবনা না হওয়া।
বিশেষ করে সবচেয়ে বড় অভিযোগ ছিল দলের তারকা খেলোয়াড় জেমি ভার্ডির বিরুদ্ধে। তার সাথে কোচের সাম্প্রতিক সম্পর্ক নাকি তলানিতে গিয়ে ঠেকেছিল। তবে ইংলিশ স্ট্রাইকার এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ক্লাদিও সব সময় আমার কাছে পূর্ণ শ্রদ্ধার আসনেই থাকবে।’ ভার্ডির ভাষ্য, ‘তার (রেনিয়েরি) বহিষ্কারের ব্যাপারে আমার সম্পৃক্ততার বিষয়টা ভাওতা এবং এটা পুরোপুরি অসত্য, ভিত্তিহীন ও অত্যন্ত বেদনাদায়ক। আসল ব্যাপার হল- দলের সাম্প্রতিক পারফর্ম্যান্সে আমরা সবাই দায়ী ছিলাম। এ নিয়ে ড্রেসিং রুমে ও জনসম্মুখেও আমরা বলেছি এবং এটা কাটিয়ে উঠতে আমরা চেষ্টা করছি।’ সাবেক গুরুর শুভকামনায় ৩০ বছর বয়সী বলেন, ‘ক্লাদিও যেখানেই ভবিষ্যতে যুক্ত হোন না কেন তার প্রতি আমার অনেক অনেক শুভকামনা থাকবে। সবকিছুর জন্য ধন্যবাদ ক্লাদিও।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ