পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি প্রতিবেশী ভারতের প্রতি পাকিস্তানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
অধিকৃত কাশ্মিরের পুলওয়ামা জেলায় আত্মঘাতী হামলায় পাকিস্তান জড়িত বলে ভারত অভিযোগ করার পর কোরেশি বলেন পাকিস্তান সব সময় প্রতিবেশীদের সঙ্গে শান্তির পক্ষে কথা বলে আসছে এবং ভারতের প্রতি প্রধানমন্ত্রী ইমরান খানের শান্তির মনোভাবের রেকর্ড রয়েছে। পুলওয়ামা হামলায় ৪৪ জন ভারতীয় সেনা নিহত হয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, যারা এই হামলার সঙ্গে জড়িত তাদেরকে উপযুক্ত জবাব দেয়া হবে। পাকিস্তানকে দেয়া মোস্ট ফেভার্ড ন্যাশন (এমএনএফ) বাণিজ্য মর্যাদা বাতিল করেছে নয়া দিল্লি।
জার্মানির মিউনিখে এক সংবাদপত্রকে দেয়া সাক্ষাতকারে কোরেশি বলেন, পাকিস্তান সবসময় আফগান তালেবানের সঙ্গে শান্তি আলোচনার কথা বলেছে এবং দেশটি চলমান আফগান শান্তি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে যুদ্ধকবলিত দেশটিতে শুধু তাদের সমৃদ্ধি ও অগ্রগতির জন্যেই শান্তি গুরুত্বপূর্ণ নয় আঞ্চলিক উন্নয়ন ও স্থিতিশীলতার জন্যও আফগান শান্তি অপরিহার্য। তিনি বলেন, আফগান সংঘাত নিরসনে পাকিস্তানের অবস্থান বিশ্ব স্বীকার করছে।
মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানি গিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী কোরেশি। বর্তমান বিশ্ব যেসব নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা করছে সেগুলো নিয়ে আলোচনার জন্য বিভিন্ন দেশের উর্ধ্বতন কর্মকর্তা ও আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন।
তিনি বলেন, এই সম্মেলন বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবেলায় ব্যাপকভিত্তিক ও যৌথ কৌশল প্রণয়নে সাহায্য করবে। সূত্র : সাউথ এশিয়ান মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।