Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাজার দখলের অভিযোগ ভিত্তিহীন

প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

বগুড়া অফিস : গতকাল বুধবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বগুড়ার সোনাতলা উপজেলা চেয়ারম্যান আহসানুল তৈয়ব জাকির এক লিখিত বক্তব্যে বলেছেন, ‘উপজেলার গোপাই শাহবাজপুর গ্রামের পীরপাল মাজার শরীফের কথিত খাদেম খাজা মিয়া ইতোপূর্বে এক সংবাদ সম্মেলনে তার ও তার জ্যাঠাতো ভাই জাহাঙ্গীর আলম নান্নুর বিরুদ্ধে ওই মাজারের সম্পত্তি দখলের যে অভিযোগ এনেছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। প্রমাণ হিসেবে তিনি ওই মাজারের সম্পত্তির দলিল হাল নাগাদের কাগজপত্র উপস্থাপন করে বলেন, সোনাতলার বিশিষ্ট সমাজসেবী জাহাঙ্গীর আলম নান্নু সম্প্রতি ওই মাজার শরীফের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলে মাজারের দান বাক্সের টাকা-পয়সা লুটপাটকারীদের বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নেন। এর ফলে মাজারের কথিত ওই খাদেম খাজা মিয়ার অবৈধ আয়-ইনকাম এবং নেশা ভাং খাওয়া বন্ধ হয়ে যায়। মূলত এই কারণেই সে দুষ্টু সহযোগীদের প্ররোচনায় সংবাদ সম্মেলন করে মিথ্যা অভিযোগ তুলে তার ভাই ও তার এবং তার পরিবারের সুনামহানীর অভিযোগ এনেছে মাত্র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাজার দখলের অভিযোগ ভিত্তিহীন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ