Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পরিবহন ধর্মঘট সীমাহীন দুর্ভোগ যাত্রী সাধারণের

| প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, যশোর : দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের বাসের চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেয়ার প্রতিবাদে রোববার সকাল ৬টা থেকে খুলনা বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এ ধর্মঘটের ডাক দেয়।
দুর্ঘটনায় মিশুক মুনীর ও তারেক মাসুদসহ পাঁচ ব্যক্তি নিহতের ঘটনায় মানিকগঞ্জের আদালতের বিজ্ঞ বিচারক বাসচালক জামির হোসেনকে গত বুধবার যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেন। ধর্মঘটের কারণে রোববার সকাল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলার ১৮টি রুটে সব ধরনের যানবাহন বন্ধ রয়েছে। যে কারণে সাধারণ যাত্রিদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। পরিবহন শ্রমিক ফেডারেশনের সাথে সংশ্লিষ্টরা জানিয়েছেন, দন্ডপ্রাপ্ত বাসচালক জামির হোসেনের সাজা মওকুফ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। অন্যদিকে ভোগান্তির কবলে পড়া যাত্রীরা বলেছেন, এ ধর্মঘট সম্পূর্ণ বেআইনি ও অযৌক্তিক। যাত্রীরা অবিলম্বে ধর্মঘট প্রত্যাহারের দাবি জানান।
নড়াইলে জনদুর্ভোগ চরমে
নড়াইল জেলা সংবাদদাতা : নড়াইলসহ খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে জনদুর্ভোগ বেড়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগের ডাকে রোববার (২৬ ফেব্রæয়ারি) সকাল থেকে এ ধর্মঘট চলছে। এ কারণে সকাল থেকে অফিসগামী লোকজন, এসএসসি পরীক্ষার্থীসহ জনসাধারণ চরম বিপাকে পড়েছেন। এদিকে, নড়াইলে বাস শ্রমিকেরা বিভিন্ন সড়কে অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচলে বাধা দিচ্ছেন।
মাগুরার জনজীবন বিপন্ন
মাগুরা জেলা সংবাদদাতা : অনির্দিষ্ট কালের পরিবহন ধর্মঘটের কারণে মাগুরাসহ এ অঞ্চলে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকায় জনগণের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। মাগুরা বাস টার্মিনাল এলাকায় যাত্রীসাধারণ এসে কোনো যানবাহন না পেয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে গন্তব্যে যেতে পারছে না। তাছাড়া অন্যান্য পরিবহন চলাচল বন্ধ থাকায় সকল প্রকার মালামাল পরিবহন করতে না পেরে ব্যবসায়ীরা পড়েছে বিপাকে। জেলা পরিবহন নেতারা জানিয়েছেন, তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৩৪টি বেসিক ইউনিয়নের নেতা-কর্মীরা।
পাবনায় বিক্ষোভ সমাবেশ
পাবনা জেলা সংবাদদাতা : পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। রোববার বেলা ১১টায় পাবনা-ঢাকা মহাসড়কের কাশীনাথপুর মোড়ে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে সংগঠন কার্যালয়ে সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা চুয়াডাঙ্গা জেলা বাস, ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য জমির হোসেন ওরফে জমির ড্রাইভারের যাবজ্জীবন কারাদন্ড মওকুফসহ অবিলম্বে মুক্তির দাবি জানান। শ্রম আইন অনুসারে চালকের যাবজ্জীবন কারাদন্ড বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা উল্লেখ করে বক্তারা আরো বলেন, অবিলম্বে রায় মওকুফ না হলে পরিবহন ধর্মঘট করে গোটা উত্তরাঞ্চল অচল করে দেয়া হবে। প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন, পাবনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকারী সভাপতি হোসেন আলী, সাধারণ সম্পাদক শাহ আলম মুক্তি, সহ-সভাপতি সামছুল আলম, আকবর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, সড়ক সম্পাদক আল আমিন হোসেন, মুঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রমুখ।
মাদারীপুরে অনির্দিষ্ট কালের ধর্মঘট আহ্বান
মাদারীপুর জেলা সংবাদদাতা : মাদারীপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ঘোষণা করেছে। মাদারীপুর-বরিশাল, মাদারীপুর-ফরিদপুর ঢাকা শরিয়তপুর শিবচর চাঁদপুর চট্টগ্রাম রুটে বাসসহ সকল প্রকার যানবাহন সোমবার থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শ্রমিক ইউনিয়ন। শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি খন্দকার খায়রুল হাসান নিটুল সাধারণ সম্পাদক মিজানুর রহমান গতকাল রবিবার বিকেলে সাংবাদিকদের উপস্থিতিতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের শ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘট সমর্থন করে এ ধর্মঘটের আহ্বান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দক্ষিণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ