নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : সিরিজ শুরুর আগে হারভাজন সিংয়ের ভবিষ্যদ্বাণী ছিল অস্ট্রেলিয়া ন্যূনতম ৩-০ ব্যবধানে তো বটেই এমনকি ৪-০ ব্যবধানে হারবে। কিন্তু তার সেই ভবিষ্যদ্বাণী মিথ্যে প্রমাণিত করে প্রথম ম্যাচেই ৩৩৩ রানের বিশাল জয় ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া। নিজ দলের এমন লজ্জাজনক হার ও ভুল ভবিষ্যদ্বাণীর পর তাই ভাজ্জির কণ্ঠটা একটু নমনীয় হওয়াটাই ছিল সমীচীন। এমনকি একজন স্পিনার হিসাবে স্টিভ ওকিফের আগুনে বোলিংয়ে মুগ্ধ হওয়াই উচিত ছিল তার। কিন্তু ঘটেছে এর উল্টোটা।
উচ্চবাচ্য অব্যাহত রেখে উল্টো আক্রমণ করে বসলেন ম্যাচের নায়ক ওকিফেকে, বললেন, ‘অমন স্পিন পিচে যে কেউ-ই উইকেট নিতে পারে। পারলে আবার এমনটা করে দেখাও!’ দুই ইনিংস মিলে ৭০ রানে একাই ১২ উইকেট নেন ওকিফে, যা ভারতের প্রধান দুই স্পিনার রবিন্দ্র জাদেজা ও রভিচন্দ্রন আশ্বিনের মিলিত উইকেটের সমান। ভারতের মাটিতে বিদেশী কোন স্পিনারের যা সেরা বোলিং। ৩২ বছর বয়সী স্পিন আগুনেই ভারতের মাটিতে এক যুগেরও বেশি সময় পর জয় পায় অস্ট্রেলিয়া।
সাবেক ভারতীয় স্পিনার বলেন, ‘আমি দেখব (ওকিফে) ভালো টেস্ট পিচে কেমন বল করে। তার আগে আমি আমার কথা বদলাচ্ছি না।’
মাত্র এক ম্যাচের হারে পাল্টে গেছে সুনিল গাভাস্কারের কণ্ঠও, ‘দেড় ঘণ্টার মধ্যে চা বিরতির খানিক পরেই এভাবে গুটিয়ে যাওয়াটা ছিল অবিশ্বাস্য। ভারত কিছুটা অসচেতন ছিল। ভারতীয় ব্যাটসম্যানদের বুঝতে হবে যে তাদের উইকেটে থাকতে হবে।’ দলের এমন দশার জন্য টি-টোয়েন্টিকে দায়ী করেছেন তিনি। এমনকি দলের কর্তাব্যক্তিদেরও একহাত নিয়ে গাভাস্কার বলেন, ‘এটা মোটেও আশ্চর্য্যরে না যে রঞ্জি ট্রফির খেলোয়াড়দের তৃতীয় শ্রেণীর নাগরীক হিসাবে দেখা হয়। এটা কর্তৃপক্ষের গুরুত্ব সহকারে দেখা উচিত।’ তার মতে, ‘ভারতের ঘরোয়া ক্রিকেট খেলোয়াড়দের টি-২০ খেলোয়াড় হতে উৎসাহ যোগায়, টেস্ট খেলোয়াড় নয়।’ তবে আরেক সাবেক শচীন টেন্ডুলকারের কথায় প্রেরণা পেতে পারেন বিরাট কোহলিরা, ‘এটা খেলার একটা অংশ। প্রথম ম্যাচে হারা মানে এমন না যে আমরা সিরিজ হেরেছি, সিরিজ এখনো উন্মুক্তই আছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।