Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুশফিকের কাছে এটাই বাংলাদেশের সেরা সুযোগ

| প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

শামীম চৌধুরী : শ্রীলংকার বিপক্ষে টেস্ট রেকর্ড বলার মতো নয় বাংলাদেশের। ১৬ টেস্টের ১৪টিতেই হার, ড্র’ মাত্র ২টিতে। এই ২টি ড্র আবার অর্জিত হয়েছে সর্বশেষ ৪ দেখায়। ৩ বছর আগে গল এ মুশফিকুরের ডাবল সেঞ্চুরি এবং বাংলাদেশের রেকর্ড স্কোরের (৬৩৮) ম্যাচে শ্রীলংকার বিপক্ষে প্রথম ড্র করতে পেরেছে বাংলাদেশ। ফিরতি সিরিজে সাঙ্গাকারার ট্রিপল সেঞ্চুরির ম্যাচ বাঁচিয়েছে বাংলাদেশ মুমিনুল, ইমরুলের সেঞ্চুরিতে। এই ২টি টেস্ট ছাড়া অন্য কোন ম্যাচ পঞ্চম দিনে টেনে নিতে পারেনি বাংলাদেশ দল। তবে এতোদিন টেস্টে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ব্যবধান গড়তেন যারা, সেই সাঙ্গাকারা (১৫ টেস্টে ৭ সেঞ্চুরি, ৭ ফিফটিতে ১৮১৬), মাহেলা জয়বর্ধনে (১৩ ম্যাচে ৫ সেঞ্চুরি, ২ ফিফটিতে ১১৪৬ রান), তিলকারত্নে দিলশানকে (১১ ম্যাচে ১০০৮) এবার প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে না বাংলাদেশ দল। বোলিংয়ে বাংলাদেশের আতঙ্ক মুরালীধরন (১১ ম্যাচ ৮৯ উইকেট), লাসিথ মালিঙ্গা (৭ ম্যাচে ২৭ উইকেট) ও এখন অবসরে। হ্যামেস্ট্রিং ইনজুরির কারণে সময়ের সেরা লংকান অল রাউন্ডার এবং নিয়মিত টেস্ট অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুউজও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে পড়েছেন ছিটকে। প্রতিপক্ষ দলের এই সব লিজেন্ডারী না থাকায় এবার শ্রীলংকা সফরে টেস্ট সিরিজকে বাংলাদেশের সেরা সুযোগ বলে মনে করছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম ‘ওদের দলে অনেক দিন ধরে ভালো খেলেছেন, এমন কয়েকজন নেই। নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজও নেই। তারপরও আমি মনে করি, আমাদের ভুললে চলবে না যে, যদিও তারা খেলবে তাদের দেশে, হোমে ভাল খেলার অতীত আছে তাদের। তারপরও সব দিক বিবেচনা করে বলবো, আমাদের অবশ্যই সুযোগ আছে।’
শুধু সুযোগই নয়, শ্রীলংকা সফরে টেস্ট জয়ের স্বপ্নও দেখছেন মুশফিকুর রহিম ‘ইংল্যান্ডের বিপক্ষে আমরা খুব কাছে গিয়ে একটা ম্যাচ হেরেছি। এরপর নিউজিল্যান্ডেও ২টি টেস্টই আমরা ৪র্থ দিন পর্যন্ত ম্যাচে ছিলাম, বিশ্বের এক নম্বর দল ভারতের বিপক্ষে চারদিন পর্যন্ত আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। আমরা যদি নিজেদের সেরাটা দিতে পারি, তবে শশ্রীলঙ্কার বিপক্ষে জেতার ক্ষমতা আমাদের আছে।’
বাংলাদেশ কোচিং স্টাফে গুরুত্বপূর্ণ তিন জন (হেড কোচ হাতুরুসিংহে, ব্যাটিং পরামর্শক থিলান সামারাবীরা, ফিটনেস এন্ড কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ান) শ্রীলংকান, তারা নিকট অতীতে ছিলেন শ্রীলংকা দলে। বাংলাদেশের কিউরেটর গামিনি সিলভাও শ্রীলংকান। শ্রীলংকা সফরের আগেই তাই স্বাগতিক দল এবং তাদের উইকেট,শক্তি সম্পর্কে দারুণ একটা ধারণা পেয়েছে বাংলাদেশ দল। তাদের দেয়া তথ্যও কাজে আসবে বলে মনে করছেন মুশফিকুর রহিম ‘আমাদের কোচিং স্টাফদের মাধ্যমে কিছু তথ্য আমরা সংগ্রহ করতে পেরেছি। সেটাও হয়তো কাজে দিবে।’ ২০১৩ সালে গল টেস্টে বাংলাদেশ শো কে অনুপ্রেরণা হিসেবে নিয়েই আজ দুপুরে শ্রীলংকার উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে বাংলাদেশ দল, এমনটাই জানিয়েছেন মুশফিকুর রহিম ‘গলের উইকেট সাধারণত স্পিনিং ট্র্যাক হয়। সর্বশেষ আমরা যখন সেখানে খেলেছি, তখন ব্যাটিং উইকেট ছিলো। যে উইকেটেই খেলা হোক না কেনো, আমাদের দলে ভারসাম্য আছে। বৈচিত্র আছে।’
সাকিব, মিরাজের সঙ্গে মুস্তাফিজকে পাওয়ায় টেস্টে বাংলাদেশের বোলিং অ্যাটাক হয়ে উঠেছে বৈচিত্রপূর্ণ। এই ত্রয়ী আছে বলেই প্রতিপক্ষের ২০ উইকেট নেয়ার সাহস পাচ্ছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক ‘সাকিব, মুস্তাফিজ- মিরাজ; এ রকম তিনজন আলাদা আলাদাভাবে স্কিলফুল বোলার যখন একটা দলের হয়ে বোলিং করবে, তখন প্রতিপক্ষের জন্য সেটা চাপের ব্যাপারই হবে। আমরা টানা তিনটা টেস্ট খেলে এই সিরিজ খেলতে যাচ্ছি, এটাও আমাদেরকে এগিয়ে রাখবে। এরা সবাই যদি পারফর্ম করে তাবে ওদের ২০টি উইকেট নেয়া অবশ্যই সম্ভব। আমরা এবার বেশ শক্তিশালী ইউনিট নিয়েই শ্রীলঙ্কা যাচ্ছি।’
গত বছর ৯ টেস্টে ৫৭ উইকেটে বিস্ময় ছড়িয়েছেন শ্রীলংকার বাঁ হাতি স্পিনার রঙ্গনা হেরাথ। ৭৮ টেস্টে ৩৫৭ উইকেটের মালিক এই বাঁ হাতিকে মোকাবেলা করার পরিকল্পনা মাথায় আছে বলে জানিয়েছেন মুশফিকুর রহিম ‘হেরাথ অনেক দিন ধরে শ্রীলঙ্কার হয়ে খেলছে, সে পৃথিবীর সেরা বোলারদের একজন। হেরাথের বিপক্ষে খেলার পরিকল্পনা আছে। যারা আগে তার বিপক্ষে খেলেছে, সবার মোটামুটি জানা আছে, তার বিরুদ্ধে কিভাবে খেলতে হবে। আমরা তাকে খুব বেশি উইকেট না দেয়ার চেষ্টা করবো। সে যদি বেশি উইকেট না পায়, তাহলে স্কোরবোর্ডে আমরা অনেক বেশি রান জমা করতে পারবো।’
শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টটি বাংলাদেশের শততম টেস্ট। এমন একটি মাইলস্টোনে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন মুশফিক। তাই এই মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে মুশফিক রোমাঞ্চিত দেশবাসীকে উৎসবের উপলক্ষ এনে দিতে চান ‘অবশ্যই রোমাঞ্চিত হওয়ার মতো ব্যাপার। এটা একটা মাইলস্টোন। আমরা যদি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট- ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে সিরিজ জিততে পারি, তাহলে আমাদের রেটিং পয়েন্ট বাড়বে। শততম টেস্ট শুধু আমার জন্য নয় বরং অবশ্যই পুরো বাংলাদেশের জন্য এটা একটা বড় মাইলফলক, আমাদের জাতির জন্যই একটা বড় উপলক্ষ্য। এই উপলক্ষ্যকে সামনে রেখে আমরা এমন কিছু যেনো করতে পারি, যা আমাদের দেশের জন্য সম্মান বয়ে আনবে। আমরা তার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।’
পর পর ২টি সফরে টেস্টে বাংলাদেশের টপ অর্ডাররা করেছেন হতাশ। তবে শ্রীলংকা সফরে টপ অর্ডাররা ফিরবেন রানে, এমনটাই আশা করছেন মুশফিক ‘এই সিরিজে টপ অর্ডারের ক্লিক করবে, এটাই আশা করছি। এই সিরিজে তামিম, সৌম্য, মুমিনুল ও রিয়াদ ভাই এমন কিছু করবেন, যা বাংলাদেশ দলের জন্য দারুণ কাজে আসবে বলে আশা করছি।’ তাকে বলা হয় বাংলাদেশের সেরা টেস্ট ব্যাটসম্যান,অথচ ৬ নম্বরে ব্যাটিংটা তার জন্য হয়ে গেছে নির্ধারিত। তবে প্রয়োজনে উপরে উঠে ব্যাটিংয়ে প্রস্তুত বলে জানিয়েছেন মুশফিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুযোগ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ