Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

এফিডেভিট করে বাল্যবিয়ের চেষ্টা পার্বতীপুরে বর পালালো মুকুট ফেলে অভিভাবকের কারাদন্ড

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ জলিল সরকার : বাল্যবিয়েকে বৈধতা দিতে কোর্ট এফিডেভিট করেও পার পেল না বর ও কনে পক্ষের অভিভাবকরা। তারা ঢাকঢোল পিটিয়ে আয়োজন করে বিয়ের অনুষ্ঠান। তার পরেও ফাঁকি দিতে পারেনি প্রশাসনের চোখ। সময় মতো পুলিশ পৌঁছে বিয়ে বাড়িতে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিয়ের আসরে মুকুট ফেলে পালিয়ে যায় বর। ধরা পড়েন কনের বাবা সেকেন্দার আলী ও বরের চাচা নুর আলম। অবশেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান উভয়কে ৭ দিনের কারাদন্ড প্রদান করেন। গতকাল (শনিবার) দুপুরে তাদের দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে পার্বতীপুর উপজেলার বেলাইচ্িড ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে। জানা যায়, সেকেন্দার আলী তার দশম শ্রেণীতে পড়ুয়া কন্যা শাহনাজ পারভীনের বিয়ের আয়োজন করেন একই উপজেলার রামপুর তালতলা গ্রামের সেকেন্দার আলীর ছেলে মোকলেছুর রহমানের সাথে। বিয়ের বয়স না হওয়ায় কৌশলে তাদের এফিডেভিট করেন অভিভাবকরা। গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিদা খাতুন ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশ প্রশাসনকে অবহিত করেন। পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আঃ হামিদ বলেন, বাল্যবিয়ের খবরে পুলিশ রাত ৯টার দিকে বিয়ে বাড়িতে গেলে বর মুকুট ফেলে পালিয়ে যায় এবং কনে গা-ঢাকা দেয়। বাল্যবিয়ের আয়োজনের অপরাধে কনের বাবা সেকেন্দার আলী ও বরের চাচা নুর আলমকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের দু’জনকে ৭ দিনের কারাদন্ড প্রদান করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারাদন্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ