বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : মাইজভান্ডার দরবারের সাজ্জাদানশীন শাহ্সুফি মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানীর ৫০তম খোশরোজ মাহফিল গত শুক্রবার সম্পন্ন হয়েছে। খোশরোজ উপলক্ষে বড় কর্মসূচি ছিল মইনীয়া যুব ফোরামের চতুর্থ যুব মহাসমাবেশ। এতে সভাপতির বক্তব্যে সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী যুবসমাজকে সাইবার ক্রাইম ও পর্নোগ্রাফি থেকে বাঁচাতে কঠোর নজরদারি ও আইন প্রণয়ন, শিক্ষাঙ্গনে নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করা এবং নবী-ওলি-মনীষীদের জীবনী পাঠ্যপুস্তকে সংযোজনের আহ্বান জানান।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন অল ইন্ডিয়া ওলামা-মাশায়েখ বোর্ড সাধারণ সম্পাদক সৈয়দ সালমান চিশতি, সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন আল্-হাসানী, সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন আল-হাসানী, সৈয়দ হাসনাইন-এ-মইনুদ্দীন আল-হাসানী। আলোচনায় অংশগ্রহণ করেন আন্জুমান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর খান মাইজভান্ডারী, ট্রাস্টের সচিব কাজী মহসীন চৌধুরী, আন্জুমান কেন্দ্রীয় সহ-সভাপতি কবির চৌধুরী, অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া প্রমুখ। এতে আখেরি মোনাজাত পরিচালনা করেন শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।