Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আব্দুল হাকিম মাইজভান্ডারী ছিলেন পরোপকারী

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২২, ১২:০৪ এএম

আলহাজ মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ হোসনে-আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় ও চট্টগ্রামের সাবেক মেয়র এম মনজুর আলমের সভাপতিত্বে আব্দুল হাকিম মাইজভান্ডারীর ২৭ তম ওফাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, খতমে কোরআন, মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল বুধবার উত্তর কাট্টলী মোস্তফা হাকিম কলেজ রোড সংলগ্ন এইচ এম ভবন চত্বরে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন শাহসুফী সাইয়্যিদ সাইফুদ্দিন আহমদ আল হাসানী মাইজভান্ডারী। অনুষ্ঠানে বক্তারা বলেন, আব্দুল হাকিম মাইজভান্ডারী ছিলেন একজন পরোপকারী মানুষ। আশেকে রাসূল (সা.), আশেকে আউলিয়া ও কামেল ব্যক্তি। তিনি মানুষের সেবা করতে পছন্দ করতেন। সমাজের সর্বস্তরের মানুষের প্রতি তার ভালোবাসা ছিল। এই ধারাবাহিকতায় তার সুযোগ্য সন্তান এম মনজুর আলমসহ পরিবারের সদস্যরাও মানবসেবা করে যাচ্ছেন।
অনুষ্ঠানে ট্রাস্টের পরিচালক মো. নিজামুল আলম রাজু, মোহাম্মদ সারওয়ার আলম, ফারুক আজম, সাইফুল আলম, সাহিদুল আলম, প্রিন্সিপাল মোহাম্মদ আলমগীর, প্রিন্সিপাল মুকতাদের আজাদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আব্দুল হাকিম মাইজভান্ডারী ছিলেন পরোপকারী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ