Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আব্দুল হাকিম মাইজভান্ডারী ছিলেন নীরব সমাজ সেবক

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

 সাবেক সিটি মেয়র এম মনজুর আলমের উদ্যোগে মোস্তফা-হাকিম বিশ্ববিদ্যালয় কলেজ চত্বরে কলেজের প্রতিষ্ঠাতাগণের পিতা আব্দুল হাকিম মাইজভান্ডারীর (রহ.) ২৫তম বার্ষিক ওরশ মাহফিল গতকাল শুক্রবার সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি শাহ সুফী সৈয়দ ছদরুল উলা মাইজভান্ডারী বলেন, আব্দুল হাকিম মাইজভান্ডারী ছিলেন একজন নীরব সমাজ সেবক। সমাজ ও মানুষের উপকারে তিনি ছিলেন একজন নিবেদিত প্রাণ। তিনি মানুষের সেবা করতে পছন্দ করতেন। এ ধারাবাহিকতায় তার সুযোগ্য সন্তান এম মনজুর আলমসহ তার পরিবারও মানুষের সেবা করে যাচ্ছে।
এম মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম এ তাহের, মোস্তফা-হাকিম গ্রæপের পরিচালক নিজামুল আলম রাজু, মোহাম্মদ সারোয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম, সাইফুল আলম, সাহিদুল আলম, অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, সাবেক অধ্যক্ষ বাদশা আলম প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ মুফতি সৈয়দ অছিয়র রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাইজভান্ডারী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ