Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাইজভান্ডার দরবারে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

আগামী ১০ ফেব্রুয়ারি শাহসূফী সৈয়দ মইনুদ্দীন আহমদ আল-হাসানীর (ক.) ৮৩তম খোশরোজ উপলক্ষে আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া ও সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারী ট্রাস্টের সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গরিব দুস্থদের জন্য চিকিৎসাসেবা ক্যাম্পের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার মাইজভান্ডার দরবারে ক্যাম্পের উদ্বোধন করেন শাহসূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী। তিনি বলেন, অসহায় বিপন্ন মানুষের দু:খ-দুর্দশা লাঘবে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তাদের দিন ও ভাগ্য বদলে যাবে। এতে মেডিসিন, নাক, কান, গলা, স্ত্রী ও প্রসূতী, ডায়াবেটিস, চক্ষু, মইনীয়া সাইফিয়া ব্লাড ব্যাংকের উদ্যোগে ব্লাড গ্রুপ নির্ণয়সহ সহস্রাধিক রোগীকে চিকিৎসাসেবা দেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাইজভান্ডার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ