Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্রুততম ৯ হাজারী ভিলিয়ার্স

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : সিরিজের দ্বিতীয় ম্যাচে হারের পর দলের ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে খেলতে বলেছিলেন এবি ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এদিন সেটা করে দেখালেন নিজেই। দায়িত্বশীল ৮৫ রানের ইনিংসের পথে এবি ছুঁয়েছেন ওয়ানডেতে দ্রুততম ৯ হাজার রানের মাইলফলক। সাথে কুইন্টন ডি ককের টানা পঞ্চম অর্ধশতক ও সতীর্থ বোলারদের আগুনঝরা বোলিংয়ে নিউজিল্যান্ডকে মাত্র ১১২ রানে গুটিয়ে ১৫৯ রানের বিশাল জয় পেয়েছে প্রটিয়ারা।
ওয়েলিংটনে টস জিতে ব্যাট বেছে নেয়া দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে করে ২৭১ রান। ডি ভিলিয়ার্সের ৮০ বলে ৮৫ রানের পাশাপাশি ডি কক ৭০ বলে ৬৮ ও শেষদিকে পার্নেল ৩২ বলে করেন ৩৫ রান। জবাবে শুরু থেকেই সফরকারী বোলারদোর তোপের মুখে পড়ে স্বাগতিকরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা গুটিয়ে যায় ৩৩ ওভারে মাত্র ১১২ রানে। ঘরের মাঠে যা তাদের ৬ষ্ঠ সর্বনিম্ন সংগ্রহ। গ্র্যান্ডহোম অপরাজিত থাকেন ৩৪ রানে। ৩ উইকেট নেন প্রিটোরিয়াস, ২টি করে রাবাদা, পার্নেল ও ফেলুকওয়েয়ো। রানের ব্যবধানে প্রটিয়াদের কাছে এটি তাদের সবচেয়ে বড় হার।
দিনটা বিশেষ হয়ে থাকল ডি ভিলিয়ার্সের জন্যেও। মাত্র ২০৫ ইনিংসে এই মারকুটে ব্যাটসম্যান ছুঁয়েছেন ৯ হাজার রানের মাইলফলক। ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করা ১৮ ব্যাটসম্যানদের মধ্যে যা দ্রুততম। দ্বিতীয় দ্রুততম সৌরভ গাঙ্গুলির লেগেছিল ২২৮ ইনিংস। এজন্য ৯ হাজার ৫ বল খেলেছেন তিনি। মাত্র ৫ বল কম খেললেই স্ট্রাইক রেট দাঁড়াতো ঠিক ১০০! স্ট্রইকরেটের এই রেকর্ডটি এতদিন ছিল অ্যাডাম গ্রিলক্রিস্টের, ৯৩২৮ বলে। আরো এক জায়গায় সবার শীর্ষে এবি। ৫৪.০৪ গড়ে এই রান করেছেন তিনি। বাকি ১৭ জনের মধ্যে কেবল এমএস ধোনিরই আছে পঞ্চাশোর্ধো (৫০.৯৬) ব্যাটিং গড়। তাছাড়া জ্যাক ক্যালিসের পর দ্বিতীয় দক্ষিণ আফ্রিকান হিসাবে এই রেকর্ডের পথে দ্বিতীয় সর্বোচ্চ ২৪টি শতক হাঁকান তিনি।
সংক্ষিপ্ত স্কোর :
দক্ষিণ আফ্রিকা : ৫০ ওভারে ২৭১/৮ (ডি কক ৬৮, আমলা ৭, ডু প্লেসি ৩৬, ডি ভিলিয়ার্স ৮৫, পার্নেল ৩৫; সাউদি ১/৬৬, বোল্ট ১/৪৭, ফার্গুসন ১/৭১, ডি গ্র্যান্ডহোম ২/৪০, স্যান্টনার ১/৪৫)।
নিউজিল্যান্ড : ৩২.২ ওভারে ১১২ (উইলিয়ামসন ২৩, টেলর ১৮, ডি গ্র্যান্ডহোম ৩৪*; রাবাদা ২/৩৯, পার্নেল ২/৩৩, ফেলুকওয়েয়ো ২/১২, প্রিটোরিয়াস ৩/৫, তাহির ১/২৩)।
ফল : দক্ষিণ আফ্রিকা ১৫৯ রানে জয়ী।
সিরিজ : ৫ ম্যাচ সিরিজে দক্ষিণ আফ্রিকা ২-১ এ এগিয়ে।
ম্যান অব দ্য ম্যাচ : এবি ডি ভিলিয়ার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ্রুততম

৯ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ