Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্লেককে হারিয়ে দ্রুততম মানব সিমবিনে

স্পোর্টস রিপোর্টার গোল্ড কোস্ট (অস্ট্রেলিয়া) থেকে | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

গোল্ড কোস্ট কমনওয়লথ গেমসে দ্রুততম মানব হয়েছেন দক্ষিণ আফ্রিকান স্প্রিন্টার আকানি সিমবিনে এবং দ্রুততম মানবীর খেতাব জিতেছেন ত্রিনিদাদ এন্ড টোবাগোর মিশেল লি আইছে। গতকাল গোল্ড কোস্টের কারারা স্টেডিয়ামে গেমসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট পুরুষ ও মহিলাদেও ১০০ মিটার স্প্রিন্ট অনুষ্ঠিত হয়। গতিদানব জ্যামাইকার উসাইন বোল্ট এবার না থাকায় সবার আগ্রহ ছিল এ ইভৈন্টে নতুন রাজা কেন হন তা দেখার। গোল্ড কোস্টবাসী সহ গোটা বিশ্ব দেখলো কমনওয়েলথ গেমসের দ্রæততম মানবকে। ট্র্যাক এন্ড ফিল্ডের নতুন রাজা দক্ষিণ আফ্রিকার আকানি সিমবিনে ১০০ মিটার স্প্রিন্টে নেমে ১০.০৩ সেকেন্ডে দৌড় শেষ করে জয় করেন স্বর্ণপদক। তার স্বদেশী ব্রæন টিয়েস হ্যারিস ১০.১৭ সেকেন্ডে দৌড় শেষ করে পান রূপা। এবং জ্যামাইকান স্প্রিন্টার ইয়োহ্যান বøাক ১০.১৯ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন। একই ভেন্যুতে মহিলাদেও ১০০ মিটার স্প্রিন্টে সেরা হন ত্রিনিদাদ এন্ড টোবাগোর মিশেল লি আইছে। তিনি ১১.১৪ সেকেন্ড সময়ে দৌড়ে জিতে নেন স্বর্ণপদক। জ্যাম্ইাকার ক্রিস্টিনা উইলিয়ামস ১১.২১ সেকেন্ড সময় নিয়ে পান রৌপ্য এবং তার স্বদেশী গায়োন ইভান্স ১১.২২ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করে লাভ করেন ব্রোঞ্জপদক।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ্রুততম

৯ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ