নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে (বন্দর স্টেডিয়াম) শেষ হয়েছে। এবারের প্রতিযোগিতায় ১০০ মিটার দৌঁড়ে (পুরুষ) শেখ মো. ওমর ফারুক দ্রুততম মানব এবং মহিলাদের ১০০ মিটার দৌঁড়ে শারমিন আক্তার দ্রুততম মানবী নির্বাচিত হয়েছেন। দিনব্যাপী এ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। এ সময় বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতির সভাপতি ও প্রধান নিরীক্ষা কর্মকর্তা মো. হাবিবুর রহমান, ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক ও বন্দর সচিব মো. ওমর ফারুকসহ উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে সকালে বেলুন উড়িয়ে প্রধান অতিথি এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এবারে ২৯টি ইভেন্টে ৫০ জন মহিলাসহ প্রায় ২০০ জন প্রতিযোগী অংশ নেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।