Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্রুততম মানব শামীম, মানবী জ্যোতি

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৯, ১২:১০ এএম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় ১০০ মিটার দৌঁড়ে (পুরুষ) প্রথম হয়েছেন কনস্টেবল শামীম আহমেদ। এ ইভেন্টে ফয়সল দ্বিতীয় এবং শরফুদ্দিন হয়েছেন তৃতীয়। ১০০ মিটার দৌঁড় (মহিলা) প্রথম হয়েছেন কনস্টেবল জ্যোতি মণ্ডল। এ ইভেন্টে কনিকা আক্তার দ্বিতীয় ও বৃষ্টি আক্তার তৃতীয় স্থান লাভ করেন। গতকাল দামপাড়া পুলিশ লাইন প্যারেড গ্রাউন্ডে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির সহধর্মিনী পুনাকের সভানেত্রী হাবিবা হোসেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক এবং সিএমপি কমিশনার মোঃ মাহাবুবর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারের প্রতিযোগিতায় ৩২টি ইভেন্টে পুরুষ ও মহিলাসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। এর আগে প্রধান অতিথি ক্রীড়া কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও বেলুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ্রুততম মানব শামীম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ