নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
জাতীয় সামার অ্যাথলেটিক্সে দ্রুততম মানবের খেতাব পুনরুদ্ধার করলেন বাংলাদেশ সেনাবাহিনীর হাসান মিয়া। আর ফের দ্রুততম মানবী হলেন বাংলাদেশ নৌ-বাহিনীর শিরিন আক্তার। শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সামার অ্যাথলেটিক্সের উদ্বোধনী দিন আকর্ষণীয় ইভেন্টে মহিলা ১০০ মিটির স্প্রিন্টে শিরিন ১২.২১ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জয় করেন। এটা নিয়ে নবমবারের মতো দেশের দ্রুততম মানবী হলেন শিরিন। যার মধ্যে সামারে চারবার এবং জাতীয় অ্যাথলেটিক্সে পাঁচবার সেরা হন তিনি। তবে হতাশা শিরিনের টাইমিং নিয়ে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) নিবিড় অনুশীলন করেও কাল নিজের সেরা টাইমিং ধরে রাখতে পারেননি তিনি। গত বছরের জাতীয় মিটে তার টাইমিং ছিল ১১.৮০ সেকেন্ড। এবার সামারে তা দাঁড়িয়েছে ১২.২১ সেকেন্ডে। নৌবাহিনীর সহযোগিতা, বিকেএসপিতে অনুশীলন, কোচ আবদুল্লহেল কাফীর সঠিক তত্বাবধানে প্রস্তুতি- সবকিছু মিলিয়েও খুব একটা ভালো করতে পারেননি শিরিন। তারপরও তিনি আশাবাদি। শিরিন বলেন, ‘আশাকরি টাইমিংয়ের উন্নতি করতে পারবো। সাউথ এশিয়ান (এসএ) গেমসের এখনো অনেক সময় বাকি। পরিশ্রম করছি।’ তিনি যোগ করেন, ‘আত্মবিশ্বাস ছিল আমিই পারবো। তাই পেরেছি। তবে আমার বড় আশা এসএ গেমসে একটি পদক জেতা। সে লক্ষ্যেই অনুশীলন করে যাচ্ছি। আমি চাই ইলেক্ট্রনিক্স টাইমিং ভাঙ্গতে।’ ভবিষ্যতের অ্যাথলেটদের নিয়েও আশাবাদি শিরিন, ‘আমি মনেকরি, আগামী প্রজন্ম বেরিয়ে আসছে। যেমন রুপা, সোহাগী, শরীফা। সবাই পরিশ্রম করছে। সবাই উঠে আসছে। আগামী দিনগুলোতে তারাই ভালো কিছু করে দেখাতে পারবে।’
শিরিন সাফল্যের ছন্দে থাকলেও সেনাবাহিনীর হাসান মিয়ার ক্ষেত্রে গতকালে সাফল্য ছিল পুনরুদ্ধারের। গত সামার মিটে দ্রুততম মানব হলেও জাতীয় অ্যাথলেটিক্সে খেতাব হারিয়েছিলেন নৌবাহিনীর মো: ইসমাইলের কাছে। এক মৌসুম বাদে ফের দ্রুততম মানবের মুকুট ছিনিয়ে নিলেন হাসান। সেরা হতে এবার তিনি সময় নিয়েছেন ১০.৬১ সেকেন্ড। আন্তর্জাতিক আসরের চেয়ে অনেক বেশি সময় হলেও সন্তুষ্ট হাসান। আগে বিকেএসপিতে খেললেও একমাস আগে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়েছেন তিনি। সেনাবাহিনীতে যোগ দিয়েই দ্রুততম মানবের খেতাব ফিরে পেলেন। এ জন্য দারুণ খুশি হাসান। আগে জুনিয়র মিটে বিকেএসপির হয়ে ১০০ মিটার স্প্রিন্টে নয়বার দ্রুততম কিশোর হয়েছিলেন। এবার হলেন দ্রুততম মানব। হাসান বলেন, ‘খুব ভালো লাগছে সেনাবাহিনীতে যোগ দিয়েই দলকে একটি স্বর্ণপদক দিতে পেরেছি বলে। আনন্দটা বেশি এই কারণে যে, অনেক কষ্ট করে নিজের জায়গা ফিরে পেয়েছি। ভবিষ্যতে অনেক ভালো টাইমিং করতে চাই। এখন আমার লক্ষ্য নেপাল এসএ গেমসে ভালো পারফর্ম করা। সেখানে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করবো।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।