Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিঘলিয়া-তালবাড়িয়া ৫ কি.মি. সড়ক এখন মারণফাঁদ

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

লোহাগড়া (নড়াইল) উপজেলা সংবাদদাতা : নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া-তালবাড়িয়া সড়কের পাঁচ কিলোমিটার রাস্তা এখন সাধারণ মনুষের মারণফাঁদে পরিণত হয়েছে।
জানা গেছে, দিঘলিয়া থেকে তালবাড়িয়া বাজার পর্যন্ত সড়ক দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার সাধারণ মানুষ ও মালবাহী ট্রাকসহ নানা যানবাহন চলাচল করছে। সবচেয় বেশি সমস্যা হচ্ছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ শিশু ও রোগীদের। বর্ষা মৌসুমে সড়কের পাথর ও খোয়া উঠে বিভিন্ন স্থানে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। আগে দিঘলিয়া বাজার থেকে তালবাড়িয়া কোনো যানবাহনে যেতে সময় লাগত ১০/১৫ মিনিট, আর এখন সেখানে লাগে প্রায় এক ঘণ্টা। সড়কটিতে গর্ত সৃষ্টি হওয়ায় প্রায়ই ট্রাক, প্রাইভেটকার ও অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন পরিবহন খাদে আটকে যাচ্ছে। ফলে রোগীসহ সাধারণ মানুষ নানা ভোগান্তিতে পড়ছেন। গত দুই বছরে সড়কটির অবস্থা আরো বেশি খারাপ হয়েছে। বাটিকাবাড়ী গ্রামের ইউপি মেম্বর কাজী ফরিদুজজামান ভুলু জানান, এ সড়কের খানাখন্দে যানবাহন পড়ে প্রায়ই হতাহতের ঘটনা ঘটছে। ওই রাস্তার পাশ দিয়ে রয়েছে নবগঙ্গা ডিগ্রি কলেজ, দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয়, নোয়াগ্রাম সরকারি মাধ্যমিক প্রাথমিক বিদ্যালয়, সারোল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সপ্তপল্লী নিন্মমাধ্যমিক বিদ্যালয়সহ মাদরাসা। ওইসব প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করতে হাজার হাজার শিক্ষার্থীকে ভাঙাচোরা রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে। ওই রাস্তার পার্শ্বে নোয়াগ্রামে গড়ে উঠেছে সোহেলী অটো রাইস মিল। প্রতিদিন রাইস মিলে উৎপাদিত কোটি টাকার পণ্য ট্রাকে বহন করা হচ্ছে। এলাকার আর্থিক উন্নয়নে এ প্রতিষ্ঠান গড়ে উঠলেও রাস্তা নষ্ট হওয়ায় পণ্য পরিবহনে পিছিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। সোহেলী অটো রাইস মিলের মালিক খান মিরাজ হোসেন বলেন, কোটি কোটি টাকা ব্যয়ে অটো রাইস মিল করেছি। কিন্তু রাস্তা খারাপ হওয়ায় মালামাল আনা-নেয়ায় বড় সমস্যা হচ্ছে। প্রায়ই ট্রাকের পাতি ভাঙছে, টায়ার নষ্ট হচ্ছে। ধান-চাল ভর্তি ট্রাক খানাখন্দে উল্টে পড়ছে। নবগঙ্গা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোল্যা মোশাররফ হোসেন বলেন, শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে হচ্ছে। দ্রæত রাস্তাটি সংস্কার প্রয়োজন। এলজিইডি লোহাগড়ার প্রকৌশলী মো. ওসমান গণি এ বিষয়ে বলেন, আগামী অথবছরে সড়কটি সংস্কারের চেষ্টা করব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এখন

২৩ অক্টোবর, ২০২২
১৫ অক্টোবর, ২০২২
১৬ সেপ্টেম্বর, ২০২২
৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ