মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অনলাইনে পর্নোগ্রাফি দেখার ভয়াবহতা সম্পর্কে ধর্মযাজক ও নানদের সতর্ক করে পোপ ফ্রান্সিস বলেছেন, এই অভ্যাস ধর্মীয় মননকে ‘দুর্বল’ করে দেয়। বিবিসি জানিয়েছে, তথ্য প্রযুক্তির যুগে ডিজিটাল ও স্যোশাল মিডিয়াকে কীভাবে সর্বোত্তম উপায়ে ব্যবহার করা যায়- ভ্যাটিকানে আয়োজিত এক অনুষ্ঠানে সেই প্রশ্ন করা হয়েছিল পোপকে। জবাবে ৮৬ বয়সী পোপ বলেন, “পর্নোগ্রাফি, এটা এমন এক পাপ যা অনেক মানুষইৃ এমনকি প্রিস্ট আর নানরাও। শয়তান সেখান থেকেই অন্তরে প্রবেশ করে।” সোশাল মিডিয়া ও ডিজিটাল প্রযুক্তি তাহলে কীভাবে ব্যবহার করা উচিৎ? জবাবে পোপ বলেন, এগুলোও ব্যবহার করা উচিত, কিন্তু তাতে খুব বেশি সময় অপচয় করা ঠিক না। “যিশু প্রতিদিন পরিশুদ্ধ হৃদয়ের কথাই গ্রহণ করেন, ওই পর্নোগ্রাফির তথ্য নয়।” পোপের পরামর্শ, “মোবাইলে পর্ন থাকলে তা ডিলিট করে দিন, যাতে আপনার হাতের মুঠোয় ওই প্রলুব্ধকারী জিনিস না থাকে।” চার্চের শিক্ষা অনুযায়ী, পর্নোগ্রাফি হল পবিত্রতা বা শুদ্ধতার লংঘন। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।