Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাল থেকে সোনাকান্দায় দুই দিনব্যাপী ঈছালে সাওয়াব মাহফিল

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সোনাকান্দা থেকে সংবাদদাতা : দুই দিনব্যাপী ৯৫’তম ঐতিহাসিক ঈছালে সাওয়াব মাহফিল কুমিল্লার মুরাদনগর উপজেলার সোনাকান্দা দারুল হুদা দরবারে আগামীকাল (রোববার) শুরু হবে। ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বাদ ফজর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে। উক্ত মাহফিল সফল করার লক্ষ্যে গতকাল বাদ জুম্মা সোনাকান্দা বহুমুখী কামিল মাদরাসায় এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ তা’লীমে হিযবুল্লাহর কেন্দ্রীয নায়েবে আমির উপাধ্যক্ষ মাওলানা বেলাল হোসাইন, কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মেতালেব হোসাইন সালেহী, প্রচার সম্পাদক মাওলানা হামিদুর রহমান, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা রফিকুল ইসলাম, হুমায়ুন কবীর আবাদী, অধ্যক্ষ হারুনুর রশীদ, ছানাউল্লাহ জেহাদী ও মোশাররফ হোসেন প্রমুখ।
মাহফিল উপলক্ষে বিশাল পেন্ডেল ও স্টেইজ ছাড়াও আগত ভক্তবৃন্দের থাকা, খাওয়া, অজু, গোছল, টয়লেট ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের মেটংঘর থেকে শ্রীকাইল পর্যন্ত রাস্তাটি যানযটমুক্ত রাখতে স্বেচ্ছাসেবক নিয়োগ, অসুস্থ হয়ে পড়া রোগীদের জন্য চিকিৎসা সেবা প্রদান ও সিসি ক্যামেরার মাধ্যমে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাসহ মাহফিলের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এতে দেশ-বিদেশের ওলামায়ে কেরাম ও বিভিন্ন দরবার শরীফের পীর ছাহেবগণ বয়ান করবেন। মাহফিলে প্রতি বছরের ন্যায় এবারো বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক নেতৃবৃন্দসহ প্রায় কয়েক লক্ষাধিক ভক্তবৃন্দের সমাগম হবার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, শতাব্দীর ঐতিহ্যবাহী উপমহাদেশের আধ্যাত্মিকতায় প্রসিদ্ধ এ দরবার। পাক ভারত উপমহাদেশের মধ্যে দ্বীনের দাওয়াত ও খেদমতে যাঁরা আঞ্জাম দিয়েছেন, তন্মধ্যে সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের দাদা হুজুর আলহাজ মাওলানা হাফেজ আব্দুর রহমান হানাফি (রহ:) অন্যতম। ১৯৬৪ সালে তার ইন্তেকালের পর সুযোগ্য উত্তরসূরি বড় ছাহেবজাদা শাহসুফি আলহাজ মাওলানা আবুবকর মোহাম্মদ শামসুল হুদা (রহ:) আব্বাজানের খেদমতকে অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে গোটা দেশে আঞ্জাম দিয়েছেন। দেশের বিভিন্ন জেলায় তাঁদের উভয়ের প্রতিষ্ঠিত অসংখ্য মাদরাসা, মসজিদ, খানকাহ, মক্তব, মুসাফির ও এতিমখানা রয়েছে। ২০০৫ সালে তিনি যখন ইন্তেকাল করেন তখন তাঁর সুযোগ্য বড় ছাহেবজাদা আলহাজ মাওলানা মাহমুদুর রহমান স্থলাভিষিক্ত হন। তিনিও নিরলসভাবে দেশ-বিদেশে দ্বীনের দাওয়াতি কাজ ইন্তেজামে নিজেকে নিয়োজিত রেখেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ