Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

পূর্ণ সদস্যদের সদস্যপদও স্থায়ী নয়

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : গত ২ থেকে ৫ ফেব্রুয়ারি দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির পরিচালনা পরিষদের সভায় এসেছে গঠনতন্ত্রে সংশোধনী। বিগ থ্রি’র রাহু থেকে সরিয়ে এনে আইসিসি’র অর্থ বণ্টন নীতিমালায় এসেছে পরিবর্তন। আইসিসি’র চলমান এফটিপিতে টেস্ট ফান্ড থেকে যেখানে ৭৫ থেকে ৮০ মিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা ছিল বিসিবি’র, নুতন বণ্টননীতিতে সেই অঙ্ক বেড়ে দাঁড়াচ্ছে ১৫০ থেকে ১৫৫ মিলিয়ন মার্কিন ডলারে ! বিসিবিকে এই সুখবরই দিয়েছে আইসিসি। আফগানিস্তান,আয়ারল্যান্ডকে পূর্ণসদস্যপদ দিয়ে তাদেরকে জিম্বাবুয়ের সঙ্গে দ্বিতীয় স্তরে টেস্ট খেলার সুযোগ তৈরি করে দিয়েছে আইসিসি’র পরিচালনা পরিষদ। এতোদিন স্থায়ী সদস্যভুক্ত ১০টি দেশের প্রধান ছিলেন আইসিসি’র পরিচালনা পরিষদের সদস্যÑতা বেড়ে দাঁড়াচ্ছে এখন ১৫ তে। আইসিসি’র পরিচালনা পরিষদে এই প্রথম নারী অন্তর্ভুক্ত হচ্ছে,আইসিসি’র ডেভেলপম্যান্ট কমিটির শীর্ষ পদে দায়িত্ব পালন করবেন সহযোগী সদস্য দেশের কেউ, এই সিদ্ধান্ত ওই সভায় নিয়েছে আইসিসি। আগামী এপ্রিলে দুবাইয়ে অনুষ্ঠিত সভায় এই সব নীতিমালা অনুমোদিত হওয়ার কথা। তবে আইসিসি’র পরিচালনা পরিষদের সে সভায় যে সব এজেন্ডা উঠেছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব ছিল এতদিন অজানা। গত পরশু ক্রিকইনফো তা প্রকাশ করেছে। এতোদিন আইসিসি’র পূর্ণ সদস্যদের কারো সদস্যপদ ছিল না হুমকির মুখে। তবে নতুন নীতিমালায় পারফরমেন্সের ভিত্তিতে সদস্যপদ টিকিয়ে রাখতে হবে বলে শর্তারোপ করেছে আইসিসি। ক্রিকইফো জানিয়েছেÑ‘ কোনো পূর্ণ সদস্য তার মর্যাদা আজীবন ধরে রাখার নিশ্চয়তা পাবে না। সকল সদস্যদের মধ্যে মেধার ভিত্তিতে সদস্যপদ টিকিয়ে রাখতে হবে। স্থায়ী সদস্যপদ পর্যালোচনা করা হবে ৫ বছরের মূল্যায়নের ভিত্তিতে, সহযোগী সদস্যদের জন্য তা ২ বছর অন্তর অন্তর হবে। তারা জানিয়েছে, আইসিসি পূর্ণ সদস্য দেশগুলোর কাছে ই-মেইল পাঠিয়েছে, যেখানে টেস্ট মর্যাদা নিয়ে পুনর্মূল্যায়নের বিষয়টির নতুন ব্যাখ্যা দিয়েছে সংস্থাটি। একই সঙ্গে নিশ্চিত করেছে, পারফরম্যান্সের ভিত্তিতে পূর্ণ সদস্য দেশগুলো পরিণত হতে পারে সদস্য দেশে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পূর্ণ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ