গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজশাহী ব্যুরো : নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবির) সক্রিয় সদস্য মজনুর রহমান ওরফে বল্টুকে আটক করে পুলিশ। বুধবার রাতে রাজশাহী মহানগরীর নিউ গভ: ডিগ্রি কলেজ গেট এলাকা থেকে জেলা ডিবি পুলিশের সহায়তায় বল্টুকে আটক করা হয়। আটককৃত মজনুর রহমান বল্টু জেলার বাগমারা উপজেলার পলাশী গ্রামের মৃত ছাবের আলীর ছেলে। তার বিরুদ্ধে চারঘাট ও বাগমারা থানায় সন্ত্রাসবিরোধী আইনসহ একাধিক মামলা রয়েছে। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবির) সক্রিয় সদস্য আহম্মদ বিন লালনের সহযোগী হিসেবে চারঘাট, বাগমারাসহ একাধিক এলাকায় আটককৃত মজনুর রহমান সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।