Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুষার ইমরানকে নিয়ে ভাবছেন নির্বাচকরা

| প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ২০০৭ সালের পর কোনো লেভেলের আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পাচ্ছেন না তুষার ইমরান। জাতীয় দলে ফেরার পথও কঠিন হয়ে গেছে তার। তারপরও বর্তমান সময়ের সেরাদের সঙ্গে পাল্লা দিয়ে করছেন ঘরোয়া ক্রিকেটে রান। বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে সবার আগে পেয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে ৯ হাজারি ক্লাবের সদস্যপদ। পূর্ণ করেছেন ২২তম সেঞ্চুরি, যার মধ্যে দুইটি আবার ডাবল। এক মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে ইতোমধ্যে ৯৭২ রান করেছেন এই মিডল অর্ডার। ঘরোয়া ক্রিকেটে এমন ধারাবাহিক পারফরম্যান্সে নির্বাচকদের নজরে এসেছেন তুষার ইমরান। শুধু তুষার ইমরানই নন, প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯টি সেঞ্চুরি করা অলক কাপালীকেও ফেরানোর প্রক্রিয়ায় বিবেচনায় রাখছেন তিনি। তার জন্য বাংলাদেশ ‘এ’ দল অথবা হাই পারফরম্যান্স স্কোয়াডকে এই দুই ক্রিকেটারের আপাতত: প্লাটফর্ম তৈরি করার কথা ভাবছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ‘ তুষার ইমরান ও অলক কাপালীরা ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করে চলছেন। এদেরকে কিন্তু একটা প্লাটফর্ম আমাদের দিতে হবে। অবশ্যই এরা আমাদের নজরে আছে। বয়সের জন্য তাদেরকে আমরা আমাদের নজরের বাইরে নিয়ে যাইনি। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসতে হলে অবশ্যই ‘এ’ টিম কিংবা এইচপি টিমের হয়ে কোনো সফর করতে হবে। দেখতে হবে তাদের পজিশন কোথায়। এখন ২৪ জন খেলোয়াড়দের একটা পুল আছে। সেখান থেকেই আমরা খেলোয়াড়দের বিবেচনা করছি। আমার মনে হয় ‘এ’ দলের সফরটা যদি আমরা রেডি করতে পারি। এই সমস্ত খেলোয়াড়কে আমরা সুযোগ করে দিতে পারবো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুষার

২২ নভেম্বর, ২০২১
১ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ