মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাপানে বৃহস্পতিবার একদিনে রেকর্ড ১,৩০০ মানুষের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দেশটিতে মহামারীর তৃতীয় ঢেউয়ে সংক্রমণের এই উর্ধ্বগতি বিস্ফোরনোন্মুখ পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা জাগিয়েছে। এর মধ্যে ভারী তুষারপাতে ব্যাহত হচ্ছে নববর্ষের আয়োজন। তুষারপাতের কারণে জাপানে বৃহস্পতিবার কয়েকটি এলাকায় বহু ফ্লাইট বাতিল হয়েছে। মহামারী আর তুষারপাতের দ্বৈত সংকটের কারণে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা এবার লোকজনকে নতুন বছর নীরবেই পালন করা এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার আহবান জানিয়েছেন। স¤প্রচারমাধ্যম এনএইচকে জানায়, জাপান এয়ারলাইন্স এবং নিপ্পন এয়ারওয়েজ মোট ১৪০ টি ফ্লাইট বাতিল করেছে কিংবা বাতিলের পরিকল্পনা করেছে। বুলেট ট্রেন চলাচলও কয়েকটি স্থানে স্থগিত করা হয়েছে। যুক্তরাজ্য এবং দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন ধরণ দেখা দেওয়ার পর জাপান গত সোমবার থেকে বিদেশিদের দেশটিতে প্রবেশ নিষিদ্ধ করতে শুরু করেছে। কোভিড-১৯ সংক্রমণ বাড়তে থাকলে জাপান সরকারকে জরুরি অবস্থা জারির কথাও বিবেচনা করতে হতে পারে বলে বুধবারেই জানিয়েছেন অর্থমন্ত্রী ইয়াশুতোশি নিশিমুরা। জাপানের ‘ইম্পেরিয়াল হাউজহোল্ড এজেন্সি’ ২ জানুয়ারিতে অনুষ্ঠেয় নববর্ষের উৎসব বাতিল করেছে। ওই উৎসবে শুভাকাঙ্খীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার কথা ছিল সম্রাট নারুহিতো ও তার পরিবারের অন্যান্য সদস্যদের। টোকিওর গভর্নর কোভিড-১৯ এর দৈনিক রেকর্ড সংক্রমণে মহামারী পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে সতর্ক করে দিয়ে লোকজনকে পরিবার-পরিজন নিয়ে ঘরে থাকার আহবান জানিয়েছেন। রাজধানী টোকিও’র করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী সুগা স্বাস্থ্য ও অর্থমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠকে বসবেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। জাপানে মহামারীর শুরু থেকে এ পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে প্রায় ২৩১,০০০ জনের এবং মারা গেছে প্রায় ৩,৪০০ জন। এনএইচকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।