পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা : দুপচাঁচিয়া উপজেলায় সোমবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহসান হাবিবের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বকেয়া বিদ্যুৎ গ্রাহকের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৬ জন গ্রাহকের বিরুদ্ধে নিয়মিত মামলাসহ ৬২ হাজার টাকা জরিমানা করেছেন।
উপজেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে প্রাপ্ত সূত্রে জানা গেছে, ঘটনার দিন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহসান হাবিবের নেতৃত্বে সহকারী প্রকৌশলী শামীম আহম্মেদ, উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশসহ উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালান। এ সময় বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ১৬ গ্রাহকের বিরুদ্ধে মামলাসহ ৬২ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে তাদের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্নসহ মিটার জব্দ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।