Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সঙ্গীতশিল্পী হাবিবের বিয়ে বিচ্ছেদ

| প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদের দা¤পত্য জীবনের অবসান হয়েছে। তার স্ত্রী রেহান চৌধুরীর সঙ্গে মিউচ্যুয়াল ডিভোর্স হয়েছে বলে জানিয়েছেন হাবিব। নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে গত রোববার ডিভোর্স নিয়ে একটি স্ট্যাটাস দেন তিনি। স্ট্যাটাসে হাবিব লেখেন, গত ১৯ জানুয়ারি দুর্ভাগ্যক্রমে আমার এবং রেহানের সমঝোতামূলক বিবাহ বিচ্ছেদ হয়। আসলে মানুষের পার¯পরিক স¤পর্কে টানাপোড়নের ঘটনা নতুন কিছু নয় এবং আমাদের ক্ষেত্রেও এর বেতিক্রম কিছু নয়। বিগত ৫ বছরে আমরা একে অপরকে জানার সময় পাই এবং ক্রমে বুঝতে পারি যে আমাদের লাইফস্টাইল ভিন্ন এবং একপর্যায়ে আমরা দুজনেই এটা উপলব্ধি করি যে আলাদা হয়ে যাওয়াটাই আমাদের দুই জনের শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য সবচাইতে উত্তম সমাধান। ছেলের প্রসঙ্গে তুলে হাবিব লেখেন, আমাদের একটি পুত্র সন্তান আছে যার নাম আলীম ওয়াহিদ এবং অবশ্যই তার উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুন্দর মানসিক বিকাশের কথা সর্বাধিক গুরুত্ব সহকারে বিবেচনা করে আমি সবসময় চাইবো আমার ও রেহানের মধ্যে একটি পার¯পরিক সম্মানজনক ও বন্ধুত্বপূর্ণ স¤পর্ক বজায় থাকুক। হাবিব বলেন, আমি সবাইকে বিনীত অনুরোধ করবো এই বিষয়টি স্বাভাবিকভাবে গ্রহণ করার জন্য। কারণ দুঃখজনক হলেও মানুষের জীবনে এরকম ঘটনা ঘটতেই পারে। উল্লেখ্য, শিল্পী জীবনের প্রথমে ২০০৩ সালে লুবিয়ানা নামের এক নারীর সঙ্গে প্রেম করে প্রথম বিয়ে করেন হাবিব ওয়াহিদ। কিছুদিন পর সেই সংসার ভেঙে যায়। তারপর ২০১১ সালের ১২ অক্টোবর পারিবারিক সিদ্ধান্তে রেহানকে বিয়ে করেন।



 

Show all comments
  • Muhammad Alim ২১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০২ পিএম says : 0
    ওদের বিয়ে করতেও সময় লাগে না, ছারতেও সময় লাগে না, ওরা বিয়ে টাকে পুতুল খেলা মনে করে
    Total Reply(0) Reply
  • Rokibul Hasan Rakib ২১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০২ পিএম says : 0
    এমন কান্ড তারকাদের অভ্যাসে পরিনত হয়েছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সঙ্গীতশিল্পী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ