Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিরেই বেলের গোল

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চোটের সাথে লড়াই করে ৮৮ দিন সাউডলাইনে কাটিয়ে দলে ফিরেই গোলের দেখা পেয়েছেন গ্যারেথ বেল। সাথে আলভারো মোরাতার গোলে ঘরের মাঠে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দুই গোলেই ছিল ইস্কোর সহায়তা। আলভারো মোরাতার বদলি হয়ে ৭১তম মিনিটে মাঠে নামেন বেল। এক ম্যাচ কম খেলে চার পয়েন্টে এগিয়ে গেল জিনেদিন জিদানের দল।
ওদিকে এফএ কাপের পঞ্চম রাউন্ডে হাডার্সফিল্ডের সাথে হতাশাজনক গোলশূন্য ড্র করেছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। তবুও তাদের সুযোগ আছে পরের রাউন্ডে যাওয়ার। কিন্তু শেষ রক্ষা হয়নি প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লেস্টারের। নির্ধারিত সময়ের শেষ সময়ের গোলে মিলওলার কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে ক্লাদিও রেনিয়েরির দল।
এছাড়া বুন্দেসলিগায় হার্থা বালিনের কাছ থেকে ভাগ্যপ্রসূত এক পয়েন্ট নিয়ে ফিরেছে বায়ার্ন মিউনিখ। ৯৬ মিনিট পর্যন্তও ১-০ গোলে পিছিয়ে ছিল বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। এরপর দলের ত্রাতা হয়ে দেখা দেন রবার্ট লেভান্দোভস্কি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ