Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফিরেই ইংল্যান্ডকে হারানোর হুঙ্কার সাকিবের!

প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : হাতুরুসিংহের সঙ্গে বিবাদে জড়িয়ে ২০১৪ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল) খেলা হয়নি তার। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততার কারণে মিস করেছেন সাকিব সিপিএল। ৩ বছর পর সিপিএলে ফিরেই করেছেন বাজিমাত। তার পারফরমেন্সে জ্যামাইকা তালওয়াশ পেয়েছে শিরোপা। টুয়েন্টি-২০ ক্রিকেটে সারা বিশ্ব চষে বেড়ানো সাকিব বিপিএল, আইপিএল’র পর সিপিএলেও পেলেন শিরোপার স্বাদ। গত ২৩ জুন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে আবাহনীকে শিরোপা জিতিয়ে ২ দিন পর সিপিএল মিশনে দেশ ছেড়েছিলেন সাকিব। এই সিপিএলেই উদযাপন করেছেন ক্রিকেট ক্যারিয়ারের এক দশক, প্রথম বাংলাদেশী হিসেবে টুয়েন্টি-২০ ক্রিকেটে ২শ’ ম্যাচের মাইলস্টোনও করেছেন স্পর্শ। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ভার্সনে ত্রিনিবাগো নাইট রাইডার্স অফ স্পিনার সুনিল নারিনকে টপকে সর্বাধিক উইকেট শিকারী (২৪২ উইকেট) স্পিনারের সম্মানটা নিয়েই গতকাল ফিরেছেন ঢাকায়। সিপিএলে করেছেন অল রাউন্ড পারফরমেন্স। ১২ উইকেটের পাশে ২টি ফিফটিসহ ১৬০ রান। কোয়ালিফাইয়ার ‘টু’ তে তার বোলিংয়েই জিতেছে জ্যামাইকা তালওয়াশ, ফাইনালেও বোলিং ধারাবাহিকতার স্বাক্ষর রেখেছেন এই বাঁ হাতি স্পিন অল রাউন্ডার।
বিপিএল, আইপিএলের পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন সাকিব আল হাসান। হালের টি-২০ ক্রিকেটে সেরা স্পিনারের মুকুটও এখন বাংলাদেশি এই অলরাউন্ডারের দখলে রয়েছে। সিপিএলের সফল মিশন শেষে শুক্রবার সকালে দেশে ফিরেছেন সাকিব। সিপিএলে এমন অল রাউন্ড পারফরমেন্সে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ১ লাখ ১০ হাজার মার্কিন ডলারে জ্যামাইকা তালওয়াশে বিক্রি হওয়া সাকিবÑ ‘পারফরম্যান্স ভালোই ছিল। টি-২০ তে যেখানে ব্যাটিং করি ওভাবে সুযোগ আসে না। দলের প্রয়োজনে যেদিন ভালো খেলার দরকার ছিল, বেশিরভাগ সময়েই তা করতে পেরেছি। এতে আমি সন্তুষ্ট। যেহেতু অনেক ম্যাচ খেলার সুযোগ হয়েছে, ভাগ্যবানও হয়তো ছিলাম। এ কারণে এতগুলো উইকেট পাওয়ার সুযোগ হয়েছে। চেষ্টা করবো এটা ধরে রাখতে।’
বাংলাদেশে পা রেখেই দিয়েছেন হুঙ্কার। ইংল্যান্ডের বিপক্ষে পর পর ২টি বিশ্বকাপে জয়ের অতীত আছে বাংলাদেশের। আছে ২০১০ সালে ইংল্যান্ডের মাটিতে (ব্রিস্টল) ইংল্যান্ডকে হারানোর অতীত বাংলাদেশের। আন্তর্জাতিক ক্রিকেটে গত বছর হোমে ওয়ানডে সিরিজে চার চারটি ট্রফি জয়ে তাই ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ফেভাররিট মনে করছে ক্রিকেট বিশ্লেষকরা। সেই ধারাবাহিকতার আলোকে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে চান সাকিবওÑ ‘মনে করি আমাদের অবশ্যই ওয়ানডে সিরিজ জেতা উচিত।’
কিন্তু টেস্টে ইংল্যান্ড তো অন্য একদল। বাংলাদেশের বিপক্ষে ৮ ম্যাচের সব ক’টিতেই শতভাগ সাফল্যের অতীত তাদের। তারপরও ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের সম্ভাবনা দেখছেন সাকিবÑ ‘বিশ্বাস করি টেস্টেও জেতার সামর্থ্য আছে আমাদের। অবশ্যই চেষ্টা করবো দুই ম্যাচে অন্তত: একটি জয় ও একটিতে যেন ড্র করতে পারি। মোট কথা, টেস্ট-ওয়ানডে দুটি সিরিজেই জিততে চাই। আমি মনে করি পুরো দলও ওইদিকেই ফোকাস করবে।’
গত ফেব্রæয়ারীতে এশিয়া কাপ টি-২০ থেকে টানা ক্রিকেটের মধ্যে থাকতে থাকতে ক্লান্ত সাকিব ক’দিন থাকতে চান বিশ্রামেÑ ‘কোচের সঙ্গে কথা বলবো। কতটা বিশ্রাম নেয়া দরকার, ওনার সঙ্গে কথা বলে তা ঠিক করবো।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিরেই ইংল্যান্ডকে হারানোর হুঙ্কার সাকিবের!
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ