Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

লাগেজ উধাও!

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ঢাকার বিমান বন্দর থেকে যাত্রীদের লাগেজ উধাও হওয়ার ঘটনা বহু পুরাতন। হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দর লাগেজ উধাও। এর আগেও এমন ঘটনা অহরহ ঘটেছে। এবার রোলবল বিশ্বকাপে খেলতে আসা শ্রীলংকা দলের খেলোয়াড়দের লাগেজ উধাও হয়েছে। শুক্রবার রাতে ঢাকায় আসা শ্রীলংকা দল বিমান বন্দরে পা রাখলেও স্ক্যানিং শেষে দেখা গেছে দু’জন খেলোয়াড়ের লাগেজ নেই। লাগেজে খেলোয়াড়দ্বয়ের পরিধানের কাপড়সহ টুর্নামেন্টের কিটসও ছিল। একজনের জামা-কাপড় আর অন্য একজনের সবই খোয়া গেছে। তবে বিমান বন্দরে লাগেজ খোয়া গেলেও প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন সদস্যরা। বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সহযোগিতায় নতুন কিটস ব্যবহার করেই খেলছেন শ্রীলঙ্কা দলের দুই সদস্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ