Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে বিমানযাত্রীর লাগেজে আড়াই কোটি টাকার স্বর্ণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ মে, ২০২২, ১২:০১ এএম

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটে আসা এক যাত্রীর কাছ থেকে ২৮টি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে। কাস্টমসের ডেপুটি কমিশনার মো. নিয়ামুল হাসান বলেন, গতকাল রোববার সকাল ১০টা ২০ মিনিটে জেদ্দা থেকে আগত ফ্লাইটটি অবতরণ করে। এসময় শফি আলম নামে এক যাত্রীর লাগেজ স্ক্যানিং করে চার্জার লাইট, টর্চ লাইট ও ইস্ত্রী মেশিনের ভেতর লুকানো ২৮টি স্বর্ণবার পাওয়া যায়। যার আনুমানিক মূল্য আড়াই কোটি টাকা। ওই যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওই যাত্রীর বাড়ি কক্সবাজার জেলার ঈদগাঁও এলাকায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রামে বিমানযাত্রীর লাগেজে আড়াই কোটি টাকার স্বর্ণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ