মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ময়মনসিংহ নগরীতে বোমা সন্দেহে ঘিরে রাখা লাগেজে মিললো অজ্ঞাতনামা এক পুরুষের টুকরো গলিত লাশ। গতকাল সন্ধ্যায় লাগেজটিতে বোমা রয়েছে সন্দেহে সেটি ঘিরে রেখে ডাকা হয় বোম ডিসপোজাল ইউনিট। পরে আজ সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছে লাগেজটি খুলে পুরুষের টুকরো লাশ পাওয়া যায়।
পুলিশ জানায়, পাটগুদাম ব্রিজের কাছে রোববার সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত লাল রঙের একটি লাগেজ পড়ে থাকতে দেখে সন্দেহ হয় ট্রাফিক পুলিশের এক সদস্যের। পরে সন্ধ্যায় পুলিশকে জানান তিনি।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, পুলিশ সুপার শাহ আবিদ হোসেনসহ এবং র্যাব-১৪-এর সিইও লে. কর্ণেল ইফতেখার উদ্দিনসহ উর্ধ্বতন কর্মকতারা।
জেলা পুলিশ জানান, বোমা সন্দেহে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়। সকালে বোম ডিসপোজাল ইউনিট এসে পরীক্ষা করে নিশ্চিত হন লাগেজে কোন বোমা নেই। পরে লাগেজ খুলে অজ্ঞাত পুরুষ ব্যক্তির টুকরো লাশ পাওয়া যায়।।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।